১. পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
ক. যোগেন্দ্র মণ্ডল
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. তমিজ উদ্দিন খান
ঘ. গোলাম মোহাম্মদ
২. তমদ্দুন মজলিস গঠিত হয় কবে?
ক. ১ আগস্ট ১৯৪৭
খ. ১ সেপ্টেম্বর ১৯৪৭
গ. ১ আগস্ট ১৯৪৮
ঘ. ১ সেপ্টেম্বর ১৯৪৮
৩. ‘বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ’ জারি করা হয় কবে?
ক. ২৫ মার্চ ১৯৭১ সালে
খ. ২৬ মার্চ ১৯৭১ সালে
গ. ১০ এপ্রিল ১৯৭১ সালে
ঘ. ১৭ এপ্রিল ১৯৭১ সালে
৪. বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটি?
ক. ধর্ম
খ. ভাষা
গ. ইতিহাস ও ঐতিহ্য
ঘ. রাজনৈতিক চেতনা
৫. ১৯৫২ সালে পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু?
ক. ৩.২৭ ভাগ
খ. ১৩.১৭ ভাগ
গ. ৩০.২০ ভাগ
ঘ. ৪২.০২ ভাগ
৬. উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন?
ক. যোগেন্দ্র মণ্ডল
খ. ধীরেন্দ্রনাথ দত্ত
গ. শেরেবাংলা এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৭. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশের কোন শহর পাকিস্তানি বাহিনীর আক্রমণের মূল লক্ষ্যস্থল ছিল?
ক. ঢাকা খ. চট্টগ্রাম
গ. রাজশাহী ঘ. খুলনা
৮. ভাষা আন্দোলনে কে প্রথম শহীদ হন?
ক. আবদুল জব্বার খ. আবুল বরকত
গ. রফিক উদ্দিন ঘ. আব্দুস সালাম
৯. বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে কত সালে মর্যাদা দেওয়া হয়?
ক. ১৯৫২ সালে খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৬২ সালে
১০. ভাষা আন্দোলন কত সালে হয়?
ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫৪ সালে
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ক ২.খ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.ক ৮.খ ৯.গ ১০.গ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা