ডিজিটাল মাধ্যম যেমন ই-মেইল, ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইন্টারনেট, ইউটিউব, মুঠোফোন, কম্পিউটার ইত্যাদির মাধ্যমে যে অপরাধগুলো সংঘটিত হয়, সেগুলোকে ডিজিটাল অপরাধ বা সাইবার অপরাধ বলে। যেমন কেউ একজন তার সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে অন্য কারও সম্পর্কে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে দিল। এই কাজ এক ধরনের সাইবার অপরাধ। অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিজের সিস্টেমকে সুরক্ষা করাই হলো সাইবার নিরাপত্তা।
জেনে রাখো:
ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ: ২৪০১৩২০০৪৬২৩৪
সাইবার সিকিউরিটি হেল্পলাইন: ০১৭৬৬৬৭৮৮৮৮
পুলিশের হট লাইন নম্বর: ০১৩২০০০০৮৮৮
পাসওয়ার্ড চুরি হলে যোগাযোগ: cirt.gov.bd
বিভিন্ন সাইবার অপরাধে আমাদের করণীয় হলো:
প্রথমে পরিবারকে জানাতে হবে, সমাধান না পেলে এরপর পুলিশের হটলাইন নম্বর ০১৩২০০০০৮৮৮ এ অভিযোগ জানাব।
সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ড হ্যাক বা চুরি হলে cirt.gov.bd ওয়েবসাইটে অভিযোগ করতে হবে।
সাইবার বুলিংয়ের স্বীকার হলে সর্বপ্রথম পরিবারের মা-বাবাকে জানাব, অন্য কোনো বন্ধুকে অথবা শিক্ষককে জানাব এবং ডিজিটাল অপরাধ বিষয়ে ২৪০১৩২০০৪৬২৩৪ নম্বরে অভিযোগ জানাব।
কেউ কল দিয়ে পিন নম্বর জানতে চাইলে সাইবার সিকিউরিটি হেল্পলাইন ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে জানাব এবং আমরা আকাউন্টের পিন নম্বর কারও সঙ্গে শেয়ার করব না।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা