এসএসসি ২০২৪ - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ৩১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

পরিচ্ছেদ ৩১

১. এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে কী বলে?

ক. বাক্য খ. বাক্যাংশ

গ. উদ্দেশ্য ঘ. বিধেয়

২. বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রতিটি শব্দটি কী বলা হয়?

ক. যোজক খ. বর্গ

গ. ধ্বনি ঘ. পদ

৩. বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কী বলে?

ক. বর্ণ খ. বর্গ

গ. পদ ঘ. শব্দ

৪. বাক্যের ক্রিয়াকে যে চালায়, তাকে কী বলে?

ক. কর্তা খ. কর্ম

গ. ক্রিয়া ঘ. পদ

৫. ‘সজল স্কুলে যায়’—বাক্যের ‘উদ্দেশ্য’ কোনটি?

ক. সজল খ. স্কুলে

গ. যায় ঘ. স্কুলে যায়

৬. এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয়, তাকে কী বাক্য বলে?

ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য

গ. জটিল বাক্য ঘ. অক্রিয় বাক্য

৭. বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৮. কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য তৈরি হয়?

ক. নেতিবাচক বাক্য

খ. অনুজ্ঞাবাচক বাক্য

গ. প্রশ্নবাচক বাক্য

ঘ. আবেগবাচক বাক্য

৯. কী দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?

ক. ধ্বনি খ. শব্দ

গ. পদ ঘ. বাক্য

১০. বাক্যের মধ্যে স্থান পাওয়া শব্দকে কী বলা হয়?

ক. প্রাণ খ. মূল

গ. একক ঘ. পদ

সঠিক উত্তর

পরিচ্ছদ ৩১: ১.ক ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা