[পূর্ববর্তী লেখার পর]
নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
ফেরিঅলা, নিশিরাত,শব্দদূষণ, কিচিরমিচির
ক. ____ চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।
খ. ভোরবেলাতে পাখির ____ শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
গ. ____ হাঁক দিচ্ছে—থালাবাসন লাগবে।
ঘ. ____ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
উত্তর:
ক. নিশিরাত, চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।
খ. ভোরবেলাতে পাখির কিমিরমিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।
গ. ফেরিঅলা হাঁক দিচ্ছে—থালাবাসন চাই?
ঘ. শব্দদূষণ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]