পঞ্চম শ্রেণির পড়াশোনা
নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো:
টুকটুকে, শিল্পী, পাখপাখালির, কড়ি
ক. এ দেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনাবেচা করত —--- দিয়ে।
খ. মেলা থেকে বোনের জন্য —---একটা জামা কিনে আনব।
গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র —---।
ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় —---কলকাকলি।
উত্তর
ক. এ দেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনাবেচা করত কড়ি দিয়ে।
খ. মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনব।
গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র শিল্পী।
ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা