নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৮)

নবম শ্রেণির পড়াশোনা

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

৪১. ‘কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?’— উদ্ধৃতিতে কার কথা বলা হয়েছে?

ক. কাজী নজরুল ইসলামের

খ. রবীন্দ্রনাথ ঠাকুরের

গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানীর

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

৪২. সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য?

ক. কবির জন্য খ. নায়কের জন্য

গ. শিল্পীর জন্য ঘ. গায়কের জন্য

৪৩. মধ্যবিত্তের হাতে সেদিন ছিল মৃত্যু আর চোখে কী ছিল?

ক. ঝিলিক খ. স্বপ্ন

গ. বাসনা ঘ. ঈর্ষা

৪৪. ‘উদ্যত’ শব্দটির অর্থ কী?

ক. উপযুক্ত খ. অপ্রস্তুত

গ. বিনীত ঘ. প্রবৃত্ত

৪৫. ‘বিমুখ প্রান্তরে’ অর্থ কী?

ক. বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে

খ. বিরুদ্ধ পরিবেশের মাঠে

গ. প্রতিকূল পরিবেশের বাইরে

ঘ. মেঘলা পরিবেশের আকাশে

৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করা হয় কোন পত্রিকায়?

ক. ওয়াশিংটন পোস্ট

খ. নিউইয়র্ক টাইমস

গ. এশিয়া উইক

ঘ. নিউজ উইক

৪৭. ‘প্রাণের সবুজ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. সবুজ পোশাক

খ. মনের আনন্দ

গ. প্রাণের স্বাধীনতা

ঘ. ঝরনার নৃত্য

৪৮. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কবি কী প্রকাশ করেছেন?

ক. সামাজিক জীবন

খ. ধর্মীয় চেতনা

গ. প্রতিবাদী চেতনা

ঘ. জীবনচরিত

সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো: ৪১.ঘ ৪২.ক ৪৩.খ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.গ ৪৮.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা