দশম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১০ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১০

৪১. লাহোর প্রস্তাবের অন্যতম গুরুত্ব কোনটি?

ক. মুসলমানদের আলাদা জাতি হিসেবে চিহ্নিতকরণ

খ. হিন্দুদের প্রতি অত্যাচার

গ. ব্রিটিশদের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন

ঘ. ইংরেজদের বিতাড়িতকরণ

৪২. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কোন প্রস্তাবের ভিত্তিতে?

ক. দিল্লি খ. লাহোর

গ. করাচি ঘ. কলকাতা

৪৩. নিখিল বঙ্গ প্রজা সমিতির প্রধান উদ্দেশ্য কী ছিল?

ক. বাঙালির ভোটাধিকার আদায়

খ. বাংলার কৃষকের উন্নয়ন

গ. স্বরাজ অর্জন

ঘ. মুসলমানদের উন্নয়ন

৪৪. নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন কে?

ক. শরৎচন্দ্র বসু খ. সোহরাওয়ার্দী

গ. আবুল হাশিম ঘ. এ কে ফজলুল হক

৪৫. কে ‘যুক্ত বাংলার প্রস্তাব’ উত্থাপন করেন?

ক. শরৎচন্দ্র বসু

খ. যতীন্দ্রনাথ বসু

গ. মালাধর বসু

ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

৪৬. হোসেন শহীদ সোহরাওয়ার্দী অখণ্ড বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব উত্থাপন করেন কত সালে?

ক. ১৯৪৫ সালে খ. ১৯৪৬ সালে

গ. ১৯৪৭ সালে ঘ. ১৯৪৮ সালে

৪৭. শরৎচন্দ্র বসু অখণ্ড বাংলাকে কী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান?

ক. লিবারেল ডেমোক্রেটিক

খ. পিপলস রিপাবলিক

গ. সোশ্যালিস্ট রিপাবলিক

ঘ. ব্যানানা রিপাবলিক

৪৮. কংগ্রেস ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করে কত সালে?

ক. ১৯৪২ সালে খ. ১৯৪৩ সালে

গ. ১৯৪৪ সালে ঘ. ১৯৪৫ সালে

৪৯. INA–এর পূর্ণরূপ কী?

ক. Indian National Army

খ. Indian National Agency

গ. Indian Native Army

ঘ. Indian Nationalist Agency

৫০. ‘আজাদ হিন্দ ফৌজের’ নেতা কে ছিলেন?

ক. শরৎচন্দ্র খ. সুভাষচন্দ্র বসু

গ. অমর্ত্য সেন ঘ. রাসবিহারী বসু

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৪১.ক ৪২.ক ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ঘ ৪৬.গ ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.খ

আযীযুন নাহার, প্রভাষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা