এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৭১. উপমহাদেশে প্রথম কত সালে সরকারিভাবে সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়?

ক. ১৯০৪ সালে খ. ১৯১০ সালে

গ. ১৯১৮ সালে ঘ. ১৯২৮ সালে

৭২. রসুলপুর গ্রামের কয়েকজন মধ্যবিত্ত পরিবারের মহিলা মিলে মহিলা সমবায় সমিতি গঠন করলেন। সমিতির সদস্যরা সর্বোচ্চ কয়টি শেয়ার ক্রয় করতে পারবেন?

ক. একটি শেয়ার

খ. মূলধনের এক-পঞ্চামাংশ শেয়ার

গ. সব শেয়ার

ঘ. পাঁচ হাজার শেয়ার

৭৩. যে ধরনের ব্যবসায় সংগঠনের নিবন্ধন বাধ্যতামূলক, তা হলো—

i. অংশীদারি

ii. সমবায় সমিতি

iii. কোম্পানি সংগঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৭৪. সমাজের নির্যাতিত ও নিষ্পেষিত জনগোষ্ঠীর আদর্শ সংগঠন—

ক. রাষ্ট্রীয় খ. সমবায়

গ. একমালিকানা ঘ. অংশীদারি

৭৫. কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য কত টাকার ট্রেজারি চালান লাগে?

ক. ২০০০ টাকা খ. ১০০০ টাকা

গ. ৪০০০ টাকা ঘ. ৫০০০ টাকা

৭৬. সমবায়ের প্রধান নীতি কোনটি?

ক. সততা খ. একতা

গ. পরিশ্রম ঘ. অধ্যবসায়

উদ্দীপকটি পড়ে ৭৭ ও ৭৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মজনু হালদার একটি চায়ের দোকানের মালিক। তিনি আরও ১৬টি চায়ের দোকানের মালিকদের নিয়ে নিজেদের কল্যাণের জন্য একটি সংগঠন গড়ে তোলেন।

৭৭. মজনু হালদারের ব্যবসায়টি কোন ধরনের?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. সমবায় সমিতি ঘ. কোম্পানি

৭৮. রাজীব হালদারের সংগঠনটি—

i. কৃত্রিম ও স্বতন্ত্র সত্তাবিশিষ্ট

ii. তিনটি পর্যায়ে গঠিত

iii. স্বেচ্ছাপ্রণোদিত সংগঠন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৭৯. কার্যারম্ভ কোম্পানি গঠনের কততম পর্যায়?

ক. তৃতীয় খ. চতুর্থ

গ. পঞ্চম ঘ. ষষ্ঠ

৮০. কোনটি রাষ্ট্রীয় ব্যবসায়?

ক. যমুনা পেট্রোলিয়াম লি.

খ. আমেরিকান লাইফ ইনস্যুরেন্স

গ. স্কয়ার ফার্মা লি.

ঘ. বাংলাদেশ পর্যটন সংস্থা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭১.ক ৭২.খ ৭৩.খ ৭৪.খ ৭৫.খ ৭৬.খ ৭৭.ক ৭৮.খ ৭৯.খ ৮০.ঘ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা