ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - যতিচিহ্ন বসাও

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

জানি কথাটি শুনলে তোমাদের কারও বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির তাঁর হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তাঁর হাতের বইগুলোর দিকে তাকিয়ে ছিলাম একসময়ে বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাস তাই বই নিয়ে এসেছি

নমুনা উত্তর: জানি, কথাটি শুনলে তোমাদের কারও বিশ্বাস হবে না। সেই লেখক একদিন বিকেলে আমাদের বাড়িতে এসে হাজির। তাঁর হাতে অনেকগুলো নতুন বই। আমি অবাক হয়ে বললাম, ‘আপনি কি আমাদের বাড়িতে এসেছেন?’ তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন, ‘হ্যাঁ।’ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না। শুধু তাঁর হাতের বইগুলোর দিকে তাকিয়ে ছিলাম। একসময়ে বললাম, ‘কিন্তু কেন, তা কি জানতে পারি?’ তিনি বললেন, ‘বারে! তুমি বই পড়তে ভালোবাস; তাই বই নিয়ে এসেছি।’

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা