২৪. প্রশ্ন: কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ু দূষণ করে?
উত্তর: বায়ুদূষণের কারণসমূহ নিচে উল্লেখ করা হলো—
ক. কলকারখানা ও গাড়ির ধোঁয়া মিশে বায়ু দূষিত হয়।
খ. রাসায়নিক পদার্থ মিশে বায়ু দূষিত হয়।
গ. ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত হয়।
ঘ. বিষাক্ত গ্যাস ও ধূলিকণা মিশে বায়ু দূষিত হয়।
মানুষ যেভাবে বায়ুদূষণ করছে—
ক. জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিষাক্ত গ্যাস সৃষ্টির মাধ্যমে।
খ. যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে রেখে, মলমূত্র ত্যাগ করে বায়ুকে দূষিত করে।
গ. ময়লা-আবর্জনা পুড়িয়ে ধোঁয়া সৃষ্টির মাধ্যমে বায়ু দূষিত করে।
২৫. প্রশ্ন: বায়ুপ্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি তা পাঁচটি বাক্যে লেখো।
উত্তর: বায়ুপ্রবাহকে আমরা যে যে কাজে ব্যবহার করতে পারি তা নিচে দেওয়া হলো—
ক. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদনে বায়ুপ্রবাহকে ব্যবহার করতে পারি।
খ. হাতপাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে শরীর ঠান্ডা রাখতে পারি।
গ. বায়ুপ্রবাহ ব্যবহার করে পালতোলা নৌকা চালাতে পারি।
ঘ. বায়ুপ্রবাহের মাধ্যমে ভেজা কাপড় শুকাতে পারি।
ঙ. হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করে ভেজা চুল শুকাতে পারি।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা