প্রশ্নোত্তর (৭-৯) : অধ্যায় ৩ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

৭. প্রশ্ন: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর: আহসান মঞ্জিলের দুটি বৈশিষ্ট্য:

ক. এ প্রাসাদের উত্তর ও দক্ষিণে রয়েছে দুটি লম্বা বারান্দা

খ. এ ছাড়া রয়েছে জলসা ঘর, দরবার হল, রংমহল।

৮. প্রশ্ন: আহসান মঞ্জিল প্রাসাদটি কবে এর ঐতিহ্য হারায় এবং কে এর তত্ত্বাবধানের দায়িত্ব নেয়?

উত্তর: জমিদার প্রথার বিলুপ্তি ঘটলে আহসান মঞ্জিল তার ঐতিহ্য হারায়। ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর তার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয়।

৯. প্রশ্ন: ‘পুন্ড্রনগর’ কী এবং এটি কোথায় অবস্থিত?

উত্তর: মৌর্য আমলে মহাস্থানগড় ঐতিহ্যটি ‘পুন্ড্রনগর’ নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা