১. পারস্পরিক অংশীদারত্বের সূচনা করে কোনটি?
ক. নির্দিষ্ট গোষ্ঠীর সহযোগিতা
খ. অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা
গ. জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা
ঘ. রাষ্ট্রীয় সহযোগিতা
২. বাংলাদেশ কোন ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে?
ক. অর্থনৈতিক খ. আর্থসামাজিক
গ. SDG ঘ. রাজনৈতিক
৩. ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সবার সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে কোন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ?
ক. ইউনিসেফ
খ. জাতিসংঘ
গ. সার্ক
ঘ. ইউরোপীয় ইউনিয়ন
৪. ‘অংশীজন’ বলা হয় কাদের?
ক. সুবিধাভোগীদের
খ. উন্নয়নের সুফল ভোগকারী জনগোষ্ঠীকে
গ. তৃণমূল জনগোষ্ঠীকে
ঘ. উন্নয়নকর্মীকে
৫. অংশীদারত্বের মূল লক্ষ্য কী?
ক. ব্যক্তিগত উপকারিতা
খ. দলীয় উপকারিতা
গ. নির্দিষ্ট গোষ্ঠীর উপকারিতা
ঘ. সামষ্টিক উপকারিতা
৬. কাদের কথা ভেবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়?
ক. দরিদ্রদের খ. ধনীদের
গ. নারীদের ঘ. সবার
৭. SDG বাস্তবায়নে কোন বিষয়কে বিশেষভাবে বিবেচনা করা হয়?
ক. আন্তর্জাতিক সহযোগিতা
খ. ব্যক্তিগত উন্নয়ন
গ. অংশীদারত্বের গুরুত্ব
ঘ. উন্নয়নকর্মীর দক্ষতা
৮. জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতার ফলে কিসের সূচনা হয়?
ক. রাজনৈতিক উন্নয়ন
খ. সার্বিক সক্ষমতা অর্জন
গ. পারস্পরিক অংশীদারত্ব
ঘ. SDG অর্জন
৯. জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ—
i. সবার সম্ভাবনা নিশ্চিত করতে
ii. সকলের সমতা নিশ্চিত করতে
iii. বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. SDG এর অন্যতম লক্ষ্য হলো—
i. দারিদ্র্য নিরসন
ii. জেন্ডার সমতা
iii. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.গ ২.খ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.গ ৯.ঘ ১০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা