৪১. কে আনুষ্ঠানিকভাবে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?
ক. সম্রাট বাহাদুর শাহ
খ. রানি এলিজাবেথ
গ. ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ
ঘ. ব্রিটেনের সম্রাট পঞ্চম জর্জ
৪২. বঙ্গভঙ্গ রদ ঘোষণার মূল কারণ কোনটি?
ক. বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন
খ. মুসলমানদের দুর্বল রাজনীতি
গ. হিন্দুদের সঙ্গে জড়িত ব্রিটিশ স্বার্থ
ঘ. হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপন
৪৩. মুসলিম লীগ গঠনের প্রস্তুতকারী কে ছিলেন?
ক. নবাব ভিকারুল মুলক
খ. ফিরোজশাহ মেহতা
গ. নবাব স্যার সলিমুল্লাহ
ঘ. মাওলানা আবুল কালাম আজাদ
৪৪. ‘Divide and Rule’ কৌশল কাদের নীতিকে নির্দেশ করে?
ক. পর্তুগিজদের খ. ডাচদের
গ. ফরাসিদের ঘ. ইংরেজদের
৪৫. ১৯৪২ সালে ক্রিপস মিশনের কাছে স্বাধীন পাকিস্তানের দাবি জানিয়েছিল কোন সংগঠন?
ক. মোহামেডান লিটারেরি সোসাইটি
খ. মুসলিম লীগ
গ. আওয়ামী মুসলিম লীগ
ঘ. কৃষক-শ্রমিক পার্টি
৪৬. মর্লে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৯০৯ সালে
৪৭. কোন আইনের ব্যর্থতার জেরে ১৯১৯ সালের ভারত শাসন আইন তৈরি হয়?
ক. কোম্পানি আইন
খ. ব্রিটিশ শাসন অ্যাক্ট
গ. চিরস্থায়ী বন্দোবস্ত
ঘ. মর্লে-মিন্টো সংস্কার আইন
৪৮. ১৯১৯ সালে প্রবর্তিত নতুন শাসনব্যবস্থার মূল প্রতিপাদ্য কী ছিল?
ক. প্রধানমন্ত্রীর শাসন
খ. প্রদেশে দ্বৈত শাসন
গ. গভর্নরের শাসন
ঘ. রাষ্ট্রপতির শাসন
৪৯. ১৯১৯ সালের ভারত শাসন আইন অনুযায়ী ক্ষমতা বেশি ছিল কার?
ক. আইন পরিষদের সদস্যদের
খ. নিম্নকক্ষের সদস্যদের
গ. উচ্চকক্ষের সদস্যদের
ঘ. গভর্নর জেনারেলের
৫০. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের কয়টি অংশ ছিল?
ক. ৩১টি খ. ৪১টি
গ. ৫১টি ঘ. ৬১টি
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ঘ ৪২.ক ৪৩.গ ৪৪.ঘ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.ঘ ৪৮.খ ৪৯.ঘ ৫০.খ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা