[পূর্ববর্তী লেখার পর]
১. কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে?
ক. চাহিদা খ. উপযোগ
গ. মোট উপযোগ ঘ. প্রান্তিক উপযোগ
২. ভোগের জন্য দ্রব্যের এক একক বাড়লে প্রান্তিক উপযোগ কেমন হয়?
ক. ক্রমহ্রাসমান
খ. ক্রমবর্ধমান
গ. শূন্য হয়
ঘ. কোনো পরিবর্তন হয় না
৩. কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয়, তাকে কী বলে?
ক. মোট উপযোগ
খ. প্রান্তিক উপযোগ
গ. মোট ভোগ
ঘ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ
৪. সাধারণত কোনো দ্রব্যের ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে মোট উপযোগ কী হয়?
ক. ক্রমহ্রাসমান হারে বাড়ে
খ. ক্রমহ্রাসমান হারে কমে
গ. ঋণাত্মক হয়
ঘ. সমানুপাতিক হারে বাড়ে
৫. ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উপযোগ কীভাবে বাড়ে?
ক. ক্রমবর্ধমান হারে
খ. ক্রমহ্রাসমান হারে
গ. গাণিতিক হারে
ঘ. জ্যামিতিক হারে
৬. কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে কী বলে?
ক. মোট উপযোগ
খ. প্রান্তিক উপযোগ
গ. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ
ঘ. ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ
৭. উপযোগ হলো—
i. একটি মানসিক ধারণা
ii. অভাব পূরণের ক্ষমতা
iii. দ্রব্যের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৯. কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?
ক. আয় বৃদ্ধির ফলে
খ. সঞ্চয় বৃদ্ধির ফলে
গ. লাভের একক বৃদ্ধির ফলে
ঘ. ভোগের একক বৃদ্ধির ফলে
১০. মোট উপযোগ হ্রাস পায় কখন?
ক. প্রান্তিক উপযোগ হ্রাস পেলে
খ. প্রান্তিক উপযোগ শূন্য হলে
গ. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে
ঘ. প্রান্তিক উপযোগ সর্বোচ্চ হলে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ঘ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.গ
মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]