উদ্দীপকটি পড়ে ৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব রিমেল একজন পাট ব্যবসায়ী। তিনি গুদামে রক্ষিত পাটের ক্ষতির আশঙ্কায় একটি বিমা কোম্পানির সঙ্গে নির্দিষ্ট মেয়াদের চুক্তি করেন।
৪১. জনাব রিমেলের বিমাচুক্তিতে বিমাকারীর কোনো দায় থাকবে না—
i. পাটের কোনো ক্ষতি না হলে
ii. পাট–সম্পর্কিত কোনো তথ্য গোপন করলে
iii. বিমার মেয়াদ শেষ না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গার্মেন্টস ব্যবসায়ী শিরিন ঝুঁকির মধ্যে আছেন। প্রতিনিয়ত তাঁকে বিভিন্ন জায়গায় মাল আনা-নেওয়া করতে হয়। তা ছাড়া তাঁকে সারা বছরই পণ্য মজুত রাখতে হয়।
৪২. শিরিনের জন্য কোন বিমা প্রযোজ্য?
ক. অগ্নিবিমা খ. দুর্ঘটনা বিমা
গ. জীবনবিমা ঘ. নৌবিমা
৪৩. এই বিমার মাধ্যমে শিরিন লাভ করবেন—
i. পণ্যের নিরাপত্তা
ii. নির্ধারিত মুনাফা
iii. ক্ষতিপূরণের প্রতিশ্রুতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মুশফিক পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা ভেবে একটি বিমাচুক্তি সম্পাদন করেন। তাঁর জীবদ্দশায় তিনি বিমা থেকে টাকা পাবেন না।
৪৪. জনাব রহিম কোন ধরনের বিমা করেন?
ক. জীবন বিমা খ. দুর্ঘটনা বিমা
গ. অগ্নি বিমা ঘ. নৌ বিমা
৪৫. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিমা কোনটি?
ক. জীবন বিমা খ. দুর্ঘটনা বিমা
গ. অগ্নি বিমা ঘ. নৌ বিমা
৪৬. সেবার প্রতীককে কী বলে?
ক. ট্রেডমার্ক খ. সার্ভিস মার্ক
গ. কপিরাইট ঘ. নিবন্ধন
৪৭. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়—
i. শিরোনাম
ii. ভাস্কর্য
iii. কম্পিউটার সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. নিচের কোনটি ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় নয়?
ক. পিৎজা হাট খ. কেএফসি
গ. ব্যান্ডবক্স ঘ. স্কয়ার লি.
৪৯. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. ৩টি খ. ৪ টি
গ. ২টি গ. ৫টি
৫০. মেধাসম্পদ হচ্ছে—
i. মনন দ্বারা সৃষ্ট কাজ
ii. মেধা দ্বারা সৃষ্ট কাজ
iii. চাকরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৪১.ঘ ৪২.ক ৪৩.খ ৪৪.ক ৪৫.ক ৪৬.খ ৪৭.গ ৪৮.ঘ ৪৯.ক ৫০.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা