[পূর্ববর্তী লেখার পর]
৯. ‘চূড়ান্ত বিশ্বাস’ কথাটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. রাষ্ট্রীয় কারবার
১০. প্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়—
i. উত্তর আমেরিকায়
ii. পশ্চিম ইউরোপে
iii. পূর্ব ইউরোপে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?
ক. দায় অসীম
খ. দায় সসীম
গ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা
১২. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারী বলা হয়?
ক. অংশীদারি খ. সমবায়
গ. একমালিকানা ঘ. যৌথ মূলধনী
১৩. ‘সমবায়’ শব্দের অর্থ কী?
ক. একতাই বল খ. সততা
গ. বিশ্বাস ঘ. সম্মিলিত উদ্যোগ
১৪. যৌথ মূলধনী কারবারের সদস্যদের দ্বারা সরবরাহকৃত পুঁজিকে কী বলে?
ক. পুঁজি খ. বিনিয়োগ
গ. শেয়ার ঘ. শেয়ার মূলধন
১৫. রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় চালু করতে চান। এই ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?
ক. চুক্তি খ. বিবরণীপত্র
গ. উদ্বৃত্তপত্র ঘ. ঘোষণাপত্র
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৯.খ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.গ ১৫.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]