দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৫১. A বস্তুতে কোন শক্তি নিহিত আছে?

ক. শব্দশক্তি খ. স্থিতিশক্তি

গ. রাসায়নিক শক্তি ঘ. তাপশক্তি

৫২. সৌরশক্তি দিয়ে তৈরি করা যাবে—

ক. নিউক্লিয়ার বিদ্যুৎ খ. জলবিদ্যুৎকেন্দ্র

গ. তাপবিদ্যুৎ কেন্দ্র ঘ. বিদ্যুৎ

৫৩. কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে?

ক. দেশের প্রাকৃতিক সম্পদ

খ. দেশের আয়তন

গ. মাথাপিছু বিদ্যুৎশক্তি খরচ

ঘ. দেশের ভৌগোলিক অবস্থান

৫৪. মাটির নিচ থেকে যে গ্যাস বের হয়, তা মূলত কী?

ক. মিথেন খ. ইথেন

গ. প্রোপেন ঘ. বিউটেন

৫৫. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কী?

ক. মাটির নিচের বর্জ্য

খ. পৃথিবীর অভ্যন্তরীণ চাপ ও তাপ

গ. ভূমিকম্প

ঘ. অগ্ন্যুৎপাত

৫৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

ক. মিথেন

খ. অক্সিজেন

গ. অক্সিলিন

ঘ. কার্বন ডাই-অক্সাইড

৫৭. নিউক্লিয়ার শক্তি উৎপাদনের ব্যবহৃত জ্বালানি কোনটি?

ক. অকটেন খ. পেট্রল

গ. ইউরেনিয়াম ঘ. মিথেন

৫৮. সূর্য কিংবা নক্ষত্র কোনটি ব্যবহার করে শক্তি তৈরি করে?

ক. ফিউশন খ. ফিশন

গ. ইউরেনিয়াম ঘ. গ্যাস

৫৯. নিচের কোনটি থেকে প্রাপ্ত শক্তি একটা নিউক্লিয়ার শক্তিকেন্দ্রের কাছাকাছি—

ক. জলবিদ্যুৎ খ. বায়োমাস

গ. সূর্য ঘ. বায়ু

৬০. কোন শক্তির একটা অংশ বায়ুমণ্ডলে শোষিত হয়?

ক. সৌরশক্তি খ. বায়ুশক্তি

গ. বায়োফুয়েল ঘ. নিউক্লিয়ার শক্তি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.খ ৫২.ঘ ৫৩.গ ৫৪.ক ৫৫.খ ৫৬.ক ৫৭.গ ৫৮.ক ৫৯.গ ৬০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা