পর্ব-৭৭

সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭৭) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

সাধারণ জ্ঞান

প্রশ্ন: ‘বেইল আউট’ শব্দটি কিসের সঙ্গে জড়িত?

উত্তর: অর্থনীতি

প্রশ্ন: লাইন অব কন্ট্রোল কী?

উত্তর: কাশ্মীর অঞ্চলে ভারত–পাকিস্তানের সীমান্তরেখা

প্রশ্ন: মন্ত্রিপরিষদ শাসনব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন?

উত্তর: আইনসভায়

প্রশ্ন: মসলা গবেষণাকেন্দ্র কোন জেলায় অবস্থিত?

উত্তর: বগুড়া জেলায়

প্রশ্ন: ‘Virtue is Knowledge’ কার বিখ্যাত উক্তি?

উত্তর: সক্রেটিস

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় রয়েছে?

উত্তর: কোনাবাড়ী, গাজীপুর

প্রশ্ন: বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি?

উত্তর: চীন

প্রশ্ন: জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কত ধরনের সেবা পাওয়া যাবে?

উত্তর: ২২ ধরনের

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?

উত্তর: ১০: ৬

প্রশ্ন: হলুদ সাংবাদিকতার জন্ম কোন দেশে?

উত্তর: যুক্তরাষ্ট্রে

প্রশ্ন: জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তর: ভারত

প্রশ্ন: পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

উত্তর: বৈকাল হ্রদ

প্রশ্ন: ‘ইকোলজি’ শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?

উত্তর: পরিবেশের সাথে

প্রশ্ন: ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন কে?

উত্তর: হাজী শরীয়তউল্লাহ

প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

উত্তর: ২০০ নটিক্যাল মাইল

প্রশ্ন: যুক্তফ্রন্ট কোন সালে গঠিত হয়?

উত্তর: ১৯৫৪ সালে

প্রশ্ন: বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে?

উত্তর: ড. শামসুজ্জোহা।

প্রশ্ন: ওয়াটার লু কোথায় অবস্থিত?

উত্তর: বেলজিয়াম

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহীতে

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

উত্তর: আব্দুর রউফ তালুকদার

প্রশ্ন: ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?

উত্তর: ঝালকাঠি

প্রশ্ন: ASEAN কোন অঞ্চলের সংস্থা?

উত্তর: দক্ষিণ–পূর্ব এশিয়া

প্রশ্ন: বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?

উত্তর: জামালগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর: কামরুল হাসান

প্রশ্ন: বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি?

উত্তর: পুণ্ড্রনগর

প্রশ্ন: সুইডেনের মুদ্রার নাম কী?

উত্তর: ক্রোনা

প্রশ্ন: বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: বুড়িগঙ্গা

প্রশ্ন: ইউরো ২০২৪ ফুটবল চ্যাম্পিয়ানশিপ কোন দেশে হবে?

উত্তর: জার্মানি

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার কত?

উত্তর: ৭৪.৬৬%

প্রশ্ন: ২০২৭ সনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া

প্রশ্ন: বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে?

উত্তর: ১০ ডিসেম্বর

প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: ব্রাসেলস

প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় কত তারিখ?

উত্তর: ২১ সেপ্টেম্বর

প্রশ্ন: বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?

উত্তর: রাজশাহী

প্রশ্ন: সিপাহি বিদ্রোহ হয় কত সালে?

উত্তর: ১৮৫৭ সালে

প্রশ্ন: মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?

উত্তর: ৮,৮৫০ মিটার

প্রশ্ন: বাংলার আদিবাসীরা কোন ভাষাভাষী ছিলেন?

উত্তর: অস্ট্রিক

প্রশ্ন: সোনা ও রুপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন কে?

উত্তর: মুহাম্মদ বিন তুঘলক।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী