সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৯৭. পরিবারের চিত্তবিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত হলো—

i. পরিবারের সদস্যদের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া

ii. শিশুকে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো

iii. পরিবারের সদস্যদের পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি দেখানোর ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯৮. কোন ধরনের পরিবারে নবদম্পতিরা তুলনামূলকভাবে অধিকতর স্বাধীন জীবন যাপন করার সুযোগ লাভ করে থাকেন?

ক. মাতৃবাস পরিবার

খ. নয়াবাস পরিবার

গ. পিতৃবাস পরিবার

ঘ. অনুবাস পরিবার

৯৯. কোন ধরনের পরিবারের কারণে মাতা–পিতার বার্ধক্যকালে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে?

ক. মাতৃবাস পরিবার

খ. পিতৃবাস পরিবার

গ. যৌথ পরিবার

ঘ. নয়াবাস পরিবার

১০০. বর্তমানে কাদের ব্যাপারে সমাজ ও পরিবারের চিন্তার পরিবর্তন ঘটেছে?

ক. বিশেষ চাহিদাসম্পন্ন শিশু

খ. এতিম শিশু

গ. মেয়েশিশু

ঘ. বৃদ্ধদের

১০১. সামাজিকীকরণের প্রথম ধাপ কোনটি?

ক. পরিবার খ. সমাজ

গ. প্রতিবেশী ঘ. বিদ্যালয়

১০২. কাদের সঙ্গে ব্যক্তি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?

ক. প্রতিবেশীদের সঙ্গে

খ. জ্ঞাতিদের সঙ্গে

গ. সহকর্মীদের সঙ্গে

ঘ. সহপাঠীদের সঙ্গে

১০৩. আমরা যাঁদের সঙ্গে বৈবাহিক সূত্রে সম্পর্কযুক্ত, তাঁদের কোন ধরনের জ্ঞাতি বলে?

ক. বৈবাহিকসূত্রীয় জ্ঞাতি

খ. রক্ত–সম্পর্কীয় জ্ঞাতি

গ. কাল্পনিক জ্ঞাতি

ঘ. প্রথাগত জ্ঞাতি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৯৭.খ ৯৮.খ ৯৯.ঘ ১০০.ক ১০১.ক ১০২.খ ১০৩.ক

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা