দশম শ্রেণির পড়াশোনা
৬১. Font গ্রুপ কোন মেনুতে থাকে?
ক. Insert খ. Office
গ. Home ঘ. Edit
৬২. ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. আরবি ঘ. সব কটি
৬৩. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. A খ. B
গ. G ঘ. P
৬৪. কম্পিউটারে প্রিন্টিংয়ের ক্ষেত্রে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজিং খ. টাইপিং
গ. পাবলিশিং ঘ. প্রিন্টিং
৬৫. বানান সংশোধনের কাজকে কী বলা হয়?
ক. ডিবাগিং খ. এডিটিং
গ. প্রুফ দেখা ঘ. এনকোডিং
৬৬. ফন্টের রং নির্ধারণে কোন অপশনে যেতে হবে?
ক. Font গ্রুপ খ. Font রং
গ. Font সাইজ ঘ. Font আইকন
৬৭. ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?
ক. Home খ. Reference
গ. Insert ঘ. Font
৬৮. ফন্টের রং হিসেবে কোনটি নির্বাচন করতে হয়?
ক. কালো
খ. সাদা
গ. লাল
ঘ. ইচ্ছার ওপর নির্ভর করে
৬৯. লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়?
ক. সূত্র খ. কপি পেস্ট
গ. বুলেট ঘ. প্রিন্ট
৭০. Enter-এর অপর নাম কী?
ক. ট্যাব কি
খ. রিটার্ন কি
গ. শিফট কি
ঘ. ব্যাকস্পেস কি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.গ ৬২.ঘ ৬৩.গ ৬৪.ক ৬৫.গ ৬৬.খ ৬৭.ক ৬৮.ঘ ৬৯.গ ৭০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা