১১. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ—এগুলো কী বাচক নাম বিশেষণ?
ক. গুণবাচক খ. বর্ণবাচক
গ. ভাববাচক ঘ. অবস্থাবাচক
১২. যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝায়, তাকে কী বলে?
ক. গুণবাচক খ. বর্ণবাচক
গ. উপাদানবাচক ঘ. প্রশ্নবাচক
১৩. ‘তৃতীয় প্রজন্ম’ কোন বিশেষণের উদাহরণ?
ক. ভাববাচক
খ. পূরণবাচক
গ. উপাদানবাচক
ঘ. ক্রমবাচক
১৪. ‘এই পুকুরের পানি ঘোলা’—এই বাক্যে ‘ঘোলা’ কোন বিশেষণ?
ক. গুণবাচক বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. অবস্থাবাচক বিশেষণ
ঘ. বিধেয় বিশেষণ
১৫. ‘পাথুরে মূর্তি’—এখানে ‘পাথুরে মূর্তি’ কী বিশেষণ?
ক. ভাববাচক খ. উপাদানবাচক
গ. বিধেয় ঘ. পূরণবাচক
১৬. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
ক. কালো কালো চেহারা
খ. কবি কবি ভাব
গ. রাশি রাশি ধন
ঘ. গরম–গরম জিলাপি
১৭. ‘ঠান্ডা হাওয়া’ কী বাচক বিশেষণ?
ক. রূপবাচক খ. অংশবাচক
গ. অবস্থা বাচক ঘ. গুণবাচক
পরিচ্ছেদ ২০: ১১.খ ১২.ক ১৩.খ ১৪.ঘ ১৫.খ ১৬.ক ১৭.ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা