এইচএসসি ২০২৪ - হিসাববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

২১. রেওয়ামিলে ভাড়া ১৮,০০০ টাকা। বছর শেষে ভাড়া ১/৫ অংশ অপ্রদত্ত থাকলে, ভাড়া বাবদ ব্যয় কত টাকা?

ক. ৩,৬০০ খ. ৪,৫০০

গ. ২১,৬০০ ঘ. ২২,৫০০

২২. মঞ্জু লিমিটেডের রেওয়ামিলে প্রাপ্য হিসাব ২,৫০,০০০ টাকা। উক্ত প্রাপ্য হিসাবে ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। ৫% হারে কুঋণ সঞ্চিতি সৃষ্টি করা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত?

ক. ১২,৭৫০ টাকা খ. ১২,৫০০ টাকা

গ. ১২,২৫০ টাকা ঘ. ১২,০০০ টাকা

২৩. রেওয়ামিলে ভ্যাটসহ ক্রয়মূল্য দেওয়া আছে ২,৮৭,০০০ টাকা এবং ক্রয় ফেরত ৭,০০০ টাকা। ক্রয় ভ্যাটের পরিমাণ কত?

ক. ৩৫,০০০ টাকা

খ. ৩৬,৫২২ টাকা

গ. ৪২,০০০ টাকা

ঘ. ৪৩,০৫০ টাকা

২৪. যদি বিক্রয় ২৫,০০০ টাকা এবং মুনাফার হার ক্রয়মূল্যের ২৫% হয়, তবে বিক্রীত পণ্যের ব্যয় কত টাকা?

ক. ২০,০০০ টাকা

খ. ২২,৫০০ টাকা

গ. ২৩,৭৫০ টাকা

ঘ. ২৫,০০০ টাকা

২৫. বিক্রয়ের পরিমাণ ২,৮০,০০০ টাকা। মুনাফার পরিমাণ ৩৫,০০০ টাকা হলে বিক্রয়ের ওপর মুনাফার শতকরা হার কত?

ক. ১০% খ. ১২.৫%

গ. ১৪.৫০% ঘ. ২০%

২৬. প্রদত্ত বিমা ৪,০০০ টাকা যা পরবর্তী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রদত্ত, চলতি বছরে বিমা ব্যয় কত?

ক. ৩,০০০ খ. ৪,০০০

গ. ৫,০০০ ঘ. ৬,০০০

২৭. নিচের কোনটি অপরিচালন ব্যয়?

ক. কারখানার উপরিব্যয়

খ. বিক্রয় পরিবহন

গ. বেতন

ঘ. ঋণের সুদ

২৮. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২,০০,০০ টাকা এবং বিক্রয়ের ওপর মোট লাভের হার ২০% হয়, তবে বিক্রয়ের পরিমাণ কত?

ক. ২,২০,০০০ টাকা

খ. ২,৩০,০০০ টাকা

গ. ২, ৪০,০০০ টাকা

ঘ. ২,৫০,০০০ টাকা

২৯. আসবাবপত্রের ক্রয়মূল্য ১,২০,০০ টাকা, পুঞ্জীভূত অবচয় ২০,০০০ টাকা, আসবাবপত্রের মূল্যের ওপর ১০% হারে অবচয় ধার্য করলে, অবচয়ের পরিমাণ কত?

ক. ১০,০০০ টাকা

খ. ১২,০০০ টাকা

গ. ১৩,০০০ টাকা

ঘ. ১৪,০০০ টাকা

৩০. ক্রয়মূল্যের ওপর ৩৩.৩৩% মুনাফা করলে বিক্রয়মূল্যের ওপর মুনাফা কত হবে?

ক. ১৪% খ. ১৬%

গ. ২০% ঘ. ২৫%

সঠিক উত্তর

অধ্যায় ৫: ২১.ঘ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা