২১. ব্যক্তির অধিকার ভঙ্গ হলে কোন আইনের সাহায্যে তা রক্ষার ব্যবস্থা করা হয়?
ক. সাধারণ আইনের
খ. প্রশাসনিক আইনের
গ. ফৌজদারি আইনের
ঘ. সাংবিধানিক আইনের
২২. এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য কোন আইন প্রণয়ন করা হয়?
ক. সাধারণ আইন
খ. সাংবিধানিক আইন
গ. আন্তর্জাতিক আইন
ঘ. সরকারি আইন
২৩. রাষ্ট্র সৃষ্টির আগে কী দ্বারা মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
ক. প্রথার মাধ্যমে খ. সনদের মাধ্যমে
গ. সংবিধান দিয়ে ঘ. ন্যায়বোধ দিয়ে
২৪. যুক্তরাজ্যের অনেক আইন কিসের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে?
ক. প্রথার মাধ্যমে খ. ধর্মের মাধ্যমে
গ. আইন গ্রন্থের ওপর ঘ. সংবিধানের ওপর
২৫. ‘সবার ওপর আইন’–এর অর্থ কী?
ক. আইনের গতিশীলতা
খ. আইনের বৈধতা
গ. আইনের প্রাধান্য
ঘ. আইনের গ্রহণযোগ্যতা
২৬. ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন’—এটি নিচের কোনটির অর্থ?
ক. সাম্য খ. স্বাধীনতা
গ. আইনের শাসন ঘ. ন্যায়বিচার
২৭. সমাজে অনাচার ও অরাজকতা সৃষ্টি হয় কিসের অভাবে?
ক. আমলাতন্ত্র খ. অর্থ ও সম্পদ
গ. আইনের শাসন ঘ. তথ্যপ্রযুক্তি
২৮. সভ্য সমাজের মানদণ্ড নিচের কোনটি?
ক. স্বার্থপরতা খ. আইনের শাসন
গ. দুর্নীতি ঘ. স্বজনপ্রীতি
২৯. স্বাধীনতা কোনটির বিকাশে সহায়তা করে?
ক. ব্যক্তিত্ব খ. ক্ষমতা
গ. যোগ্যতা ঘ. দক্ষতা
৩০. সমাজে এক শ্রেণিকে অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য কোন স্বাধীনতা প্রয়োজন?
ক. জাতীয় খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক ঘ. সামাজিক
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.গ ২২.গ ২৩.ক ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.খ ২৯.ক ৩০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা