প্রশ্ন: যখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই তখন আমরা একে চাঁদ বলি।
উত্তর: পূর্ণিমার
প্রশ্ন: নিজ অক্ষের ওপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর গতি বলে।
উত্তর: আহ্নিক
প্রশ্ন: সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান।
উত্তর: মহাকাশ
প্রশ্ন: রাতের আকাশে খালি চোখে অসংখ্য
বা দেখা যায়।
উত্তর: তারা, নক্ষত্র
প্রশ্ন: নক্ষত্রসমূহকে আরও স্পষ্ট দেখতে পাওয়া
যায় যন্ত্রের সাহায্যে।
উত্তর: দূরবীক্ষণ
প্রশ্ন: দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের
বস্তুও দেখায়।
উত্তর: বড়
প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিমি।
উত্তর: ৩,৮৪,৪০০ কিমি।
প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে প্রায় কিমি বেগে চলে।
উত্তর: ৩০০০০০ কিমি।
প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে সেকেন্ড
উত্তর: ১.৩ সেকেন্ড
প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় কিমি
উত্তর: ১৫,০০,০০,০০০ কিমি।
প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে মিনিট।
উত্তর: ৮
প্রশ্ন: আমরা সব সময়ই সূর্য থেকে মিনিট পূর্বে উৎসারিত আলো দেখতে পাই।
উত্তর: ৮
প্রশ্ন: আলোর গতিতে চললে মিল্কিওয়ে গ্যালাক্সির একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে বছর।
উত্তর: ১,৩০,০০০ বছর।
প্রশ্ন: প্রতি গ্যালাক্সিতে গড়ে নক্ষত্র রয়েছে।
উত্তর: দশ সহস্র কোটি
প্রশ্ন: যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে বলে
উত্তর: কক্ষপথ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা