সিমেন্ট শিল্পের কাঁচামাল
সিমেন্ট শিল্পের কাঁচামাল

শিল্পের কাঁচামাল - ভূগোল ২য় পত্র, অধ্যায় ৬ | এইচএসসি ২০২৪

পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৫৫. টুম্পা তার ভূগোল বইয়ে পড়ল—কার্পাস বয়নশিল্প কেন্দ্রীয়করণে জলবায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন জলবায়ু কার্পাস বয়নশিল্পের জন্য বিশেষ উপযোগী?

  ক. আর্দ্র খ. শুষ্ক  

গ. উষ্ণ ঘ. নাতিশীতোষ্ণ

৫৬. দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলটি ব্যতিক্রমধর্মী। কারণ, এখানে চিনি ছাড়া কী উত্পাদিত হয়?

  ক. ইউরেনিয়াম খ. মেথিলেটেড স্পিরিট  

গ. গুড় ঘ. সার

৫৭. তামার সঙ্গে দস্তা মিশিয়ে কোনটি প্রস্তুত হয়?

  ক. ব্রোঞ্জ খ. পিতল 

গ. ডুরালমিন ঘ. গিনি সোনা

৫৮. অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী?

  ক. তামা খ. বক্সাইট  

গ. ম্যাঙ্গানিজ ঘ. অভ্র

৫৯. চীনের শ্রেষ্ঠ বস্ত্র বয়নশিল্প অঞ্চল কোনটি?

  ক. সিকিয়াং খ. সাংহাই  

গ. নানকিং ঘ. হ্যালচাও

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ফাহিম মুনতাসীর চুয়াডাঙ্গায় বসবাস করেন। তিনি দর্শনার একটি ব্যতিক্রমধর্মী চিনিকলে দীর্ঘদিন যাবৎ কর্মরত।

৬০. ফাহিম মুনতাসীরের কর্মরত চিনিকলটি কত সালে জাতীয়করণ করা হয়?

  ক. ১৯৫৫ সালে খ. ১৯৭২ সালে 

  গ. ১৯৮৩ সালে ঘ. ২০০৯ সালে

৬১. বর্তমানে তাঁর কর্মরত শিল্পে উত্পাদন কম হওয়ার উল্লেখযোগ্য প্রধান কারণ কোনটি?

  ক. বিদ্যুৎ–বিভ্রাট খ. শ্রমিক অসন্তোষ

  গ. কাঁচামালের অভাব ঘ. অনিশ্চিত বাজার

৬২. শীতলক্ষ্যা নদীর তীরে সার কারখানা গড়ে উঠেছে—

  i.  প্রাকৃতিক গ্যাসের উপস্থিতিতে 

ii. মিঠাপানির সান্নিধ্যে

  iii. সুষ্ঠু পরিবহনব্যবস্থার কারণে

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. নিচের কোন দেশটিতে তেমন কোনো লৌহ আকরিক ও কয়লা সম্পদ না থাকলেও আমদানি করা লৌহ আকরিক ও কয়লার ওপর নির্ভর করে লৌহ ও ইস্পাতশিল্প গড়ে উঠেছে?

  ক. যুক্তরাষ্ট্র খ. চীন  

গ. রাশিয়া ঘ. জাপান

৬৪. একটি দেশের শিল্পায়নের উন্নতির জন্য বড় বাধা কোনটি?

  ক. রাজনৈতিক অস্থিতিশীলতা খ. মূলধনের স্বল্পতা

  গ. বৈদেশিক সম্পর্কের অবনতি ঘ. উন্নত প্রযুক্তির অভাব

৬৫. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনিশিল্প গড়ে না ওঠার কারণ কী?

  ক. শ্রমিকের অভাব খ. মূলধনের অভাব

  গ. যোগাযোগব্যবস্থার অভাব ঘ. কাঁচামালের অভাব

৬৬. কোন শিল্পকে ‘বিলিয়ন ডলার শিল্প’ বলা হয়?

  ক. পাট খ. বস্ত্র  

গ. চিনি ঘ. পোশাক

৬৭. সিমেন্টশিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—

  i. চুনাপাথর 

ii. আমদানি করা ক্লিংকার ও জিপসাম

  iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. ii ও iii  

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫৫. ক ৫৬. খ ৫৭. খ ৫৮. খ ৫৯. খ ৬০. খ ৬১. গ ৬২. ঘ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. ঘ ৬৭. ঘ

মো. শাকিরুল ইসলামপ্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা