ডিজিটাল প্রযুক্তি - অষ্টম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

অষ্টম শ্রেণির পড়াশোনা

ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার: শিখন অভিজ্ঞতা ১

এবার আমরা এগুলো চেক করলে প্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব। যার তারিখ দেখে আমরা বুঝতে পারব এ ছবিটি আসলে কবে, কীভাবে প্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল।

আমরা যে ছবিটির সত্যতা যাচাই করতে চাচ্ছি, সেটি ইন্টারনেটে আপলোড হলে তবেই আমরা এটির মূল বা উত্স খুঁজে পাব। আমার ক্যামেরা থেকে ছবি তুলে সেটি অনুসন্ধান করলে কিন্তু কোনো তথ্য পাব না। কারণ, তখন আমার ক্যামেরা বা আমিই হলাম এটির মূল উত্স।

ভিডিও সত্যতা যাচাই: প্রযুক্তির মাধ্যমে ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য কিছু প্রোগ্রাম আছে। বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে InVID। এটি মুঠোফোন ও কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায়। ইনস্টল করার পর কম্পিউটার বা মুঠোফোনে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেটে থাকা ভিডিওর লিংক দিলে ভিডিওর মূল অংশের কিছু ছবি বা ইমেজ বের করে দেবে, সেই ছবিগুলো ওপর রাইট ক্লিক করলে fake news debunker by InVID অপশন আসবে (নিচের সর্বশেষ ছবি), এর ওপর ক্লিক করলে ‘Image reverse search Google’ ক্লিক করলে ভিডিওর মূল উত্স বের হয়ে আসবে বা মূল ভিডিও পাওয়া যাবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা