মুদ্রাস্ফীতি ও বেকারত্ব - অর্থনীতি, অধ্যায় ১ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১

২৭. প্রান্তিক বিনিয়োগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হলে মানুষ কী করবে?

ক. ভোগ বন্ধ করবে 

খ. ভোগ করবে 

গ. বাজার ছেড়ে চলে যাবে 

ঘ. ভোগ করবে না

২৮. মুদ্রা ছাপানোর ক্ষমতা কার হাতে থাকে?

ক. অর্থ মন্ত্রণালয়ের 

খ. কেন্দ্রীয় ব্যাংকের 

গ. বাণিজ্যিক ব্যাংকের 

ঘ. সরকারের

২৯. দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ার নাম কী?

ক. মূল্যস্ফীতি   খ. মুদ্রাস্ফীতি 

গ. সংকটাপন্ন অবস্থা  ঘ. পণ্যসংকট

৩০. মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কীরূপ?

ক. বিপরীতমুখী খ. সমমুখী 

গ. একমুখী ঘ. উভমুখী

৩১. মুদ্রাস্ফীতি হলে কী ঘটে?

ক. অর্থের মূল্য কমে 

খ. অর্থের মূল্য বাড়ে 

গ. জীবনযাত্রার মান বাড়ে 

ঘ. দ্রব্যমূল্য কমে

৩২. বেকারত্ব কমলে কী ঘটে?

ক. মুদ্রাস্ফীতি কমে 

খ. মুদ্রাস্ফীতি বাড়ে 

গ. দ্রব্যমূল্য বৃদ্ধি পায় 

ঘ. দ্রব্যমূল্য কমে যায়

৩৩. জাতীয় আয় ও জাতীয় ব্যয়ের মধ্যে কী বিদ্যমান থাকে?

ক. চক্রাকার প্রবাহ 

খ. আয়তাকার প্রবাহ 

গ. নিট আয় 

ঘ. বর্গাকার প্রবাহ

৩৪. বাজারব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের দরকার হয়—

i. পরিবেশদূষণ রোধে

ii. দুর্নীতি কমাতে

iii. চাহিদা পূরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। কেননা—

i. মানুষ প্রান্তিক সুবিধা–অসুবিধার কথা ভাবে

ii. উপযোগ পেলে বেশি উৎপাদন করা যায়

iii. প্রান্তিক উপযোগ প্রান্তিক ব্যয়ের চেয়ে বেশি হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ২৭. খ ২৮. খ ২৯. খ ৩০. ক ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. ক ৩৫. গ