পঞ্চম শ্রেণির পড়াশোনা
প্রশ্ন: সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বলে।
উত্তর: বার্ষিক গতি
প্রশ্ন: সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর দিন ঘণ্টা সময় লাগে।
উত্তর: ৩৬৫, ৬
প্রশ্ন: নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে।
উত্তর: ২৩ ঘণ্টা ৫৬ মিনিট
প্রশ্ন: হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
উত্তর: অক্ষ
উত্তর: উত্তর-দক্ষিণ
প্রশ্ন: পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা রয়েছে।
উত্তর: হেলে
প্রশ্ন: পৃথিবীর গতির কারণে দিন এবং রাত
হয়।
উত্তর: আহ্নিক
প্রশ্ন: পৃথিবী প্রতি ২৪ ঘণ্টায় নিজ অক্ষে একবার ঘুরছে।
উত্তর: সম্পূর্ণ
প্রশ্ন: পৃথিবীর এক দিক সূর্যের দিকে করে থাকে এবং অপর দিক সূর্যের দিকে থাকে।
উত্তর: মুখ, বিপরীত
প্রশ্ন: যে দিকটা যখন সূর্যের দিকে থাকে সেই দিকটায় তখন রাত হয়।
উত্তর: বিপরীত
প্রশ্ন: পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে পরিবর্তন হয়।
উত্তর: ঋতু
প্রশ্ন: যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে ।
উত্তর: গ্রীষ্মকাল
প্রশ্ন: চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের বলে।
উত্তর: দশা
প্রশ্ন: চাঁদ পৃথিবীর একমাত্র ।
উত্তর: উপগ্রহ
প্রশ্ন: হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত।
উত্তর: উপগ্রহ
প্রশ্ন: চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় দিনে একবার ঘোরে
উত্তর: ২৮।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা