বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০) : অধ্যায় ৩ | ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৭১. জামান ডেলটা জীবন বীমা কোম্পানি থেকে ৫ বছর পরে ২৫,০০০ টাকা পাবেন, বাট্টার হার ১০% হলে ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য কত?

ক. ১৫,৫২৩.০৩ টাকা

খ. ১৩,৪৭৬.৯৫ টাকা

গ. ১২,৫৫৩.৩০ টাকা

ঘ. ৭,১৫৫.০৩ টাকা

৭২. ১৪% চক্রবৃদ্ধি সুদের হারে ৬ বছর পর ১২,০০০ টাকা পেতে হলে আজ তোমাকে কত টাকা বিনিয়োগ করতে হবে?

ক. ৬,৪৫৭.৪০ টাকা

খ. ৬,০৫৭.০৪ টাকা

গ. ৫,৬৪৭.০৪ টাকা

ঘ. ৫,৪৬৭.০৪ টাকা

৭৩. শিল্পপতি জনাব জামান নিজের গ্রামের কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ১ জন মেধাবী ছাত্রকে প্রতিবছর ১০,০০০ টাকা করে বৃত্তি দেওয়ার জন্য একটি আজীবন বৃত্তি তহবিল গঠনের সিদ্ধান্ত নিলেন। স্থানীয় ব্যাংক থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি সুদ পাওয়া গেলে বর্তমানে জনাব জামানকে উক্ত তহবিলে এককালীন কত টাকা দান করতে হবে?

ক. ৮০,০০০ টাকা

খ. ১,২৫,০০০ টাকা

গ. ১,৪২,০০০ টাকা

ঘ. ১,৫২,০০০ টাকা

৭৪. ঋণ পরিশোধ তালিকা প্রস্তুতের সময় প্রতিবছর সুদ নির্ণয় করা হয় কিসের ওপর?

ক. কিস্তির পরিমাণের ওপর

খ. মূল আসলের ওপর

গ. অবশিষ্ট আসলের ওপর

ঘ. পরিশোধিত আসলের ওপর

৭৫. ব্যাংক কর্তৃক ঘোষিত বার্ষিক সুদের হার ১৮% হলে সমতুল্য মাসিক সুদের হার কত?

ক. ১.৫% খ. ১২%

গ. ১৫% ঘ. ১৮%

৭৬. ত্রৈমাসিক সুদের হার ৪.৫% হলে সমতুল্য বার্ষিক সুদের হার কত?

ক. ১৫% খ. ১৮%

গ. ১৯% ঘ. ২৩.৫%

৭৭. সময় রেখায় ০ (শূন্য) দ্বারা কী বোঝানো হয়?

ক. বিনিয়োগের পরিমাণ শূন্য

খ. আজ বা প্রারম্ভিক সময়

গ. আয়ের পরিমাণ শূন্য

ঘ. অতীতের সময়

৭৮. সময় রেখায় ধনাত্মক মান দ্বারা কী বোঝানো হয়?

ক. বিনিয়োগকে

খ. নগদ আন্তপ্রবাহকে

গ. নগদ বহিঃপ্রবাহকে

ঘ. বর্তমান মূল্যকে

৭৯. সময় রেখায় ঋণাত্মক মান দ্বারা কী বোঝানো হয়?

ক. নগদ বহিঃপ্রবাহ

খ. ভবিষ্যৎ মূল্য

গ. অতীত মূল্য

ঘ. নগদ আন্তপ্রবাহ

৮০. বহুমেয়াদি চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে m এর মান বৃদ্ধি পেলে কার্যকরী সুদের হার কেমন হয়?

ক. অপরিবর্তিত থাকে

খ. বৃদ্ধি পায়

গ. হ্রাস পায়

ঘ. দ্বিগুণ হয়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৭১.ক ৭২.ঘ ৭৩.খ ৭৪.গ ৭৫.ক ৭৬.খ ৭৭.খ ৭৮.খ ৭৯.ক ৮০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা