১. গাউসীয় তল কী?
ক. এক প্রকার আবদ্ধ তল
খ. এক প্রকার শক্তি
গ. এক প্রকার সুষম তল
ঘ. এক প্রকার ত্বরণ
২. গাউসীয় সূত্র কার্যকর হয় কোথায়?
ক. শুধু বদ্ধ তলে খ. আবদ্ধ তলে
গ. ভেক্টরে ঘ. ত্বরণে
৩. ধারকত্বের SI একক কী?
ক. ওহম খ. কুলম্ব
গ. জুল ঘ. ফ্যারাডে
৪. বিভব পার্থক্য ও তড়িৎ প্রাবল্য পরস্পর কেমন?
ক. সমানুপাতিক খ. কম
গ. বেশি ঘ. অসীম
৫. প্রোটনের আধান কত?
ক. 1.6×10-31C খ. 1.9×1060C
গ. 1.6×10-19C ঘ. 1.6×10-23C
৬. তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি?
ক. C2N-1m-2 খ. Nm2C-2
খ. C2N-2m-2 গ. Nm2C-2
৭. দুটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে–
i. চার্জের পরিমাণের ওপর
ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. ডাই–ইলেকট্রিক ধ্রুবকের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য—
i. ঋণাত্মক চার্জ
ii. ধনাত্মক চার্জ
iii. ভর আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. তড়িৎক্ষেত্রের দিক নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ক. বিন্দু চার্জ খ. পরখ চার্জ
গ. বদ্ধ চার্জ ঘ. মুক্ত চার্জ
১০. তড়িৎক্ষেত্রে ১টি মুক্ত ধনাত্মক আধান স্থাপন করলে সেটি—
i. স্থির থাকবে
ii. বল লাভ করবে
iii. নির্দিষ্ট পথে চলবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ক ২.ক ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ক ৭.ঘ ৮.খ ৯.খ ১০.গ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা