৬. প্রশ্ন: মানব পাচার বলতে কী বোঝায়? মানব পাচারের ফলে কী ঘটে?
উত্তর: মানব পাচার একটি অত্যন্ত গুরুতর মানবতাবিরোধী কাজ। নারী ও শিশুদের বেআইনিভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও অমানবিক কাজের জন্য বিদেশে পাচার করাকে মানব পাচার বলা হয়।
মানব পাচারের ফলে যা ঘটে:
ক. নারী ও শিশুরা বিদেশে বিক্রি হয়ে যায়।
খ. তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
গ. বিদেশে কাজের জন্য তারা যথাযথ পারিশ্রমিক পায় না।
ঘ. বিদেশে বিভিন্ন কাজে নিয়োজিত অবস্থায় নানা রকম শারীরিক নির্যাতনের শিকার হয়। এমনকি তাদের মৃত্যু হয়।
ঙ. পাচার হওয়া নারী ও শিশুরা যথাযথ খাবার, স্বাস্থ্যসেবা ও বিশ্রাম থেকে বঞ্চিত হয়। এমনকি ইচ্ছে করলেও আর দেশে ফিরে আসতে পারে না।
৭. প্রশ্ন: মানবাধিকার কাকে বলে? মৌলিক মানবাধিকারগুলো কী কী?
উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থা ভেদে, বিশ্বের সব দেশের, সব মানুষের সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার।
কয়েকটি মৌলিক মানবাধিকার হলো:
ক. মানুষ জন্মগতভাবে স্বাধীন।
খ. স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার।
গ. সমাজে সবার সমান মর্যাদা ও অধিকার।
ঘ. শিক্ষা গ্রহণের অধিকার।
ঙ. প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার।
চ. আইনের চোখে সমতা, ইত্যাদি।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা