২১. আপতন কোণ = ?
ক. বিক্ষেপণ কোণ
খ. প্রতিসরণ কোণ
গ. প্রতিফলন কোণ
ঘ. বিচ্ছুরণ কোণ
২২. নিয়মিত প্রতিফলনে—
i. আপতিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল
ii. আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান
iii. প্রতিফলিত রশ্মিগুলো অসমান্তরাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. আলোর প্রতিফলন বেশি হয়—
i. মসৃণ তলে
ii. অমসৃণ তলে
iii. চকচকে বস্তুতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. আলো যে কোণে দর্পণে পড়ে, তাকে কী বলে?
ক. আপতন কোণ
খ. প্রতিফলন কোণ
গ. প্রতিসরণ কোণ
ঘ. বিক্ষেপণ কোণ
২৫. আলোর প্রতিফলনের ক্ষেত্রে কোনটি ঘটে?
ক. আপতন কোণ > প্রতিফলন কোণ
খ. আপতন কোণ < প্রতিফলন কোণ
গ. প্রতিফলন কোণ হ আপতন কোণ
ঘ. আপতন কোণ = প্রতিফলন কোণ
২৬. সমতল দর্পণে কোনটি ঘটে?
ক. প্রতিসরণ খ. প্রতিফলন
গ. সমাবর্তন ঘ. ব্যাতিচার
২৭. দর্পণে আলোকরশ্মি—
i. সোজা পড়লে কৌণিক দিকে ফেরত যায়
ii. যে কোণ করে পড়ে সেই কোণে ফেরত যায়
iii. সোজা পড়লে সোজা ফেরত যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ পৃষ্ঠে পড়লে বস্তুটির কী সৃষ্টি হয়?
ক. বিক্ষেপণ
খ. প্রতিবিম্ব
গ. আপতন কোণ
ঘ. প্রতিসরণ কোণ
২৯. নিচের কোন ক্ষেত্রে প্রতিবিম্ব সৃষ্টি হয়?
ক. আলোর বিক্ষিপ্ত প্রতিফলনে
খ. আলোর নিয়মিত প্রতিফলনে
গ. আলোর ব্যাপ্ত প্রতিফলনে
ঘ. আলোর শোষণে
৩০. সমতল দর্পণের বৈশিষ্ট্য—
i. এ দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে
ii. এ দর্পণে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব অসমান থাকে
iii. এ দর্পণে লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৯: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.খ ২৯.খ ৩০.খ
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা