পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১. কোন বয়সে শিশু যুক্তিপূর্ণ চিন্তা ও ভাষার দক্ষতা অর্জন করে?
ক. অতি শৈশবে খ. কৈশোরে
গ. মধ্য শৈশবে ঘ. বৃদ্ধ বয়সে
২. বংশগতির ধারক ও বাহক কোনটি?
ক. কোষ খ. প্রোটোপ্লাজম
গ. নিউক্লিয়াস ঘ. জিন
৩. বয়স অনুযায়ী সঠিক আচরণ করার যথার্থ কারণ কোনটি?
ক. বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে ধারণা থাকা
খ. পরিবেশের প্রভাব
গ. বাবা–মায়ের শিক্ষা
ঘ. নৈতিক শিক্ষা লাভ
৪. মধ্য বয়সের শারীরিক লক্ষণগুলো হলো—
i. হাত–পায়ের জোড়ায় ব্যথা
ii. দৃষ্টিশক্তির সমস্যা
iii. বুদ্ধি বিকাশের সমস্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. সমাজ সংস্কৃতি অনুযায়ী কাজ কোনটি?
ক. নিজের আগ্রহ অনুযায়ী কাজ
খ. নিজেকে সুনাগরিক করে গড়ে তোলা
গ. পেশা নির্বাচনে নিজস্ব প্রত্যাশা
ঘ. মূল্যবোধ অনুযায়ী কাজ
৬. বয়ঃপ্রাপ্তির শেষ ভাগে কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়?
ক. অর্থ উপার্জন করা
খ. গৃহ ব্যবস্থাপক হওয়া
গ. মা–বাবা হিসেবে দায়িত্ব পালন
ঘ. শাসন করার যোগ্যতা লাভ
৭. আবেগ সঠিকভাবে প্রকাশ করা ও নিয়ন্ত্রণ করাকে কোন ধরনের বিকাশ বলা হয়?
ক. ভাষার খ. বুদ্ধিবৃত্তীয়
গ. সঞ্চালনমূলক ঘ. আবেগীয়
৮. কৈশোরে ছেলেমেয়েরা সংঘবদ্ধ হয়ে কাজ করতে উৎসাহী হয় কেন?
ক. ব্যক্তিগত স্বার্থে
খ. পরিবারের কল্যাণে
গ. সমাজের ভালোর জন্য
ঘ. বন্ধুদের ইচ্ছায়
৯. বিকাশমূলক কার্যক্রমে ব্যক্তির ব্যক্তিত্বের অংশ হলো পেশা নির্বাচনে—
i. নিজস্ব প্রত্যাশা ii. নিজের আগ্রহ
iii. মূল্যবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ভিন্নকোষী যমজের ক্ষেত্রে হয়—
i. একটি ছেলে একটি মেয়ে
ii. দুজনেই ছেলে
iii. দুজনেই মেয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বিকাশ কথাটির পাশাপাশি কোনটি ব্যবহার করা হয়?
ক. উন্নতি খ. অবনতি
গ. হ্রাস ঘ. বর্ধন
১২. জন্মের পর শিশু খেলা করে কী নিয়ে?
ক. নিজের হাত–পা নিয়ে
খ. ফুটবল নিয়ে
গ. ফুল নিয়ে
ঘ. খেলনা গাড়ি নিয়ে
১৩. শিশুর ভালো–মন্দ, ন্যায়–অন্যায় বোধ গড়ে ওঠে—
i. সামাজিক রীতিনীতির ওপর
ii. পারিবারিক রীতিনীতির ওপর
iii. ধর্মীয় রীতিনীতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কখন শিশু পরিবারের সদস্যদের অনুকরণ করে?
ক. অতি শৈশবে খ. প্রারম্ভিক শৈশবে
গ. মধ্য শৈশবে ঘ. কৈশোরে
১৫. মধ্য বয়সে বিভিন্ন শারীরিক লক্ষণ দেখা দেয়। এখানে শারীরিক লক্ষণ দ্বারা বোঝানো হয়েছে—
i. ওজন বৃদ্ধি ii. বিভিন্ন অসুস্থতা
iii. ত্বক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. শিশুর ওজন দ্বিগুণ হয় কত মাসে?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
১৭. মানবজীবনের গুরুত্বপূর্ণ পর্যায় কোনটি?
ক. অতি শৈশবকাল
খ. প্রারম্ভিক শৈশবকাল
গ. মধ্য শৈশবকাল
ঘ. কৈশোরকাল
১৮. শিশুর বিকাশ কোন ধরনের পরিবর্তন?
ক. দৃষ্টিগত খ. গুণগত
গ. পরিমাণগত ঘ. আকৃতিগত
অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নিশাতের বয়স পাঁচ। সে স্কুলে যাওয়া শুরু করেছে এবং সমবয়সীদের সঙ্গে প্রতিযোগিতা করতে শুরু করেছে।
১৯. নিশাত বয়সের দিক থেকে কোন স্তরে অবস্থান করছে?
ক. অতি শৈশবে খ. প্রারম্ভিক শৈশবে
গ. মধ্য শৈশবে ঘ. বয়ঃসন্ধিকালে
২০. নিশাত এখন যে কাজগুলো করতে পারছে—
i. পোশাক পরা
ii. পরিষ্কার–পরিচ্ছন্ন হওয়া
iii. নিজে নিজে খাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. ঘ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা