নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১২ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-১৭)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছদ ১২

১১. ‘মহাকীর্তি’–এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান কীর্তি যার

খ. মহা যে কীর্তি

গ. মহতি যে কীর্তি

ঘ. মহান যে কীর্তি

১২. ‘চন্দ্রমুখ’ কোন কর্মধারয় সমাসের উদাহরণ?

ক. উপমান খ. উপমিত

গ. রূপক ঘ. মধ্যপদলোপী

১৩. ‘চন্দ্রমুখ’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

ক. চন্দ্রের ন্যায় মুখ

খ. চন্দ্র রূপ মুখ

গ. মুখ চন্দ্রের ন্যায়

ঘ. মুখ ও চন্দ্র

১৪. যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না, তাকে কী বলে?

ক. অলুক বহুব্রীহি

খ. প্রত্যয়ান্ত বহুব্রীহি

গ. সংখ্যাবাচক বহুব্রীহি

ঘ. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি

১৫. দ্বিগু সমাসনিষ্পন্ন পদটি কোন পদ হয়?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. সর্বনাম ঘ. কৃদন্ত

১৬. অর্থসংগতিবিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কী?

ক. সমাস খ. কারক

গ. বাচ্য ঘ. বচন

১৭. যে বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক, তাকে কোন বহুব্রীহি সমাস বলে?

ক. সমানাধিকরণ খ. সংখ্যাবাচক

গ. অলুক বহুব্রীহি ঘ. ব্যতিহার

সঠিক উত্তর

পরিচ্ছদ ১২: ১১.গ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.ক ১৬.ক ১৭.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা