নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

৪১. পশ্চিম পাকিস্তানের কোন দলটির বিরুদ্ধে ব্যালট বিপ্লব হয়েছিল?

ক. আওয়ামী মুসলিম লীগ

খ. কৃষক প্রজাতন্ত্র

গ. কমিউনিস্ট পার্টি

ঘ. মুসলিম লীগ

৪২. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?

ক. যুক্তফ্রন্ট

খ. মুসলিম লীগ

গ. পাকিস্তান জাতীয় কংগ্রেস

ঘ. তফসিলি ফেডারেশন

৪৩. ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা কে?

ক. এ কে ফজলুল হক

খ. হাজী দানেশ

গ. আবুল মনসুর আহমদ

ঘ. মওলানা ভাসানী

৪৪. ১৯৫৪ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল কোন পার্টি?

ক. মুসলিম লীগ খ. আওয়ামী লীগ

গ. যুক্তফ্রন্ট ঘ. পিপলস পার্টি

৪৫. ২১ দফা কর্মসূচির প্রথম দফা কী ছিল?

ক. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা

খ. পাট শিল্প জাতীয়করণ

গ. লবণের কারখানা স্থাপন করা

ঘ. শাসনব্যয় হ্রাস করা

৪৬. যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়?

ক. রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা

খ. লবণের কারখানা স্থাপন

গ. পাটশিল্পের জাতীয়করণ

ঘ. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা

৪৭. ১৯৫৪ সালের নির্বাচনের অন্যতম তাৎপর্য কোনটি?

ক. বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ

খ. বাঙালির স্বাধীনতা অর্জন

গ. বাঙালির ধর্মীয় অনুভূতির জাগরণ

ঘ. বাঙালির অর্থনৈতিক সমৃদ্ধি

৪৮. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভার অবসান হওয়ার কারণ কোনটি?

ক. কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র

খ. কেন্দ্রীয় সরকারের পতন

গ. মুসলিম লীগের পতন

ঘ. কেন্দ্রীয় সরকার ও মুসলিম লীগের বিবাদ

৪৯. ভাষা আন্দোলনের অন্যতম ফলাফল হচ্ছে

i. রাজনীতিতে নতুন মেরুকরণ

ii. বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি

iii. মুসলিম লীগের বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৫০. ভাষা আন্দোলনের মূল চেতনা কী ছিল?

ক. বাঙালি জাতীয়তাবাদ

খ. মুসলিম জাতীয়তাবাদ

গ. হিন্দু জাতীয়তাবাদ

ঘ. পাকিস্তানি জাতীয়তাবাদ

সঠিক উত্তর

অধ্যায় ১১: ৪১.ঘ ৪২.ক ৪৩.গ ৪৪.গ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.ক ৪৯.ক ৫০.ক

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)