১২ লাখ টাকা স্টাইপেন্ডের সঙ্গে ফ্রি টিউশন—মাস্টার্স, পিএইচডির সুযোগ আয়ারল্যান্ডে সরকারি বৃত্তিতে

আবেদন শেষ ১৩ মার্চ ২০২৪, বিকেল ৫টা (আয়ারল্যান্ড সময়)

আয়ারল্যান্ডে মাস্টার্স অথবা পিএইচডি করতে চান, এমন মেধাবী বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিতে চায় আয়ারল্যান্ড সরকার। চলতি বছর ৬০ জন শিক্ষার্থীকে এই বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডির সুযোগ দিচ্ছে আইরিশ সরকার।

সুবিধা

  • এক বছরের জন্য ১০ হাজার ইউরো স্টাইপেন্ড (প্রায় ১২ লাখ টাকা)।

  • ফ্রি টিউশন ফি।

যোগ্যতা

  • আয়ারল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স অথবা পিএইচডির জন্য আবেদন করা থাকতে হবে।

  • আবেদন করার সময় প্রার্থীর ওই প্রতিষ্ঠান থেকে কন্ডিশনাল অথবা ফাইনাল অ্যাডমিশন অফার লেটার থাকতে হবে।

  • অফার লেটারে এটা উল্লেখ থাকতে হবে যে শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে নিজস্ব খরচে পড়াশোনা করার জন্য নির্বাচিত হয়েছেন।

যা যা লাগবে

  • শিক্ষার্থীর অসামান্য একাডেমিক কৃতিত্বের প্রমাণক ও সনদ।

  • খুব ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে।

  • একাডেমিক পড়াশোনার বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে (যেমন মানবিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, খেলাধুলা ইত্যাদি কার্যক্রম) অংশগ্রহণের প্রমাণ থাকতে হবে।

  • আয়ারল্যান্ডে পড়াশোনার জন্য শিক্ষার্থী কেন আয়ারল্যান্ড সরকারের বৃত্তি চাচ্ছে, তার সপক্ষে একটি সুন্দর শক্তিশালী যুক্তিসংগত বিবৃতি থাকতে হবে। যেখানে শিক্ষার্থীর দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এই বৃত্তি কীভাবে সহায়তা করবে, সেটা ভালোভাবে ব্যাখ্যা করতে হবে।

জেনে রাখুন

  • আবেদনের শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৪, বিকেল ৫টা (আয়ারল্যান্ড সময়)।

  • ফলাফল প্রকাশ: ২০২৪ সালের মে মাসের শেষ দিকে অথবা জুনের শুরুর দিকে।

  • বিস্তারিত জানতে ভিজিট করুন: hea.ie/policy/internationalisation/goi-ies

  • অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: webportalapp.com/sp/login/heagrantapplication