অর্থনীতি - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

অধ্যায় ২

৫১. কৃষিবহির্ভূত অর্থনৈতিক কাজ হলো—

i. পোশাকশিল্পের কাজ

ii. হাঁস–মুরগি প্রতিপালন

iii. ডাক্তারি পেশা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. মানুষের অভাব মেটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে অর্থনীতিতে কী বলে?

ক. দ্রব্য খ. সম্পদ

গ. সেবা ঘ. উৎপাদন

৫৩. ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

ক. বস্তুগত দ্রব্য খ. অবস্তুগত দ্রব্য

গ. উৎপাদিত সম্পদ ঘ. শক্তি সম্পদ

৫৪. অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

৫৫. সাংগঠনিক ক্ষমতা অর্থনীতিতে কোন ধরনের সম্পদ?

ক. প্রাকৃতিক খ. জাতীয়

গ. উৎপাদিত ঘ. মানবিক

৫৬. বাংলাদেশের বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

৫৭. বনভূমির পরিমাণ—

i. ভারতে শতকরা ২৩.৭০%

ii. আমেরিকায় শতকরা ৩৩.৮৪%

iii. জাপানে শতকরা ৬৭%

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. সুন্দরবনের আয়তন কত?

ক. ৬,০১৭ বর্গকিমি

খ. ৬,৩১৫ বর্গকিমি

গ. ৬,৫২৭ বর্গকিমি

ঘ. ৬.৬১৭ বর্গকিমি

৫৯. বাংলাদেশে কোন ধরনের বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?

ক. পাহাড়ী বন

খ. সৃজিত বন

গ. শাল বন

ঘ. জলাভূমির বন

৬০. ম্যানগ্রোভ বন কোন ধরনের বন?

ক. পাহাড়ী বন খ. শাল বন

গ. জলাভূমির বন ঘ. প্রাকৃতিক বন

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫১. খ ৫২. খ ৫৩. খ ৫৪. খ ৫৫. ঘ ৫৫. ঘ ৫৬. গ ৫৭. ঘ ৫৮. ক ৫৯. ক ৬০.ঘ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]