শুধু ঢাকা জেলার বাসিন্দাদের জন্য
ঢাকা জেলা পরিষদ ২০২২-২৩ অর্থবছরে অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।
আবেদনকারীকে ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ পেয়ে এবং অন্যান্য বিভাগে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারী বর্তমানে অধ্যয়নরত না হলে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচিত হবে না।
মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী ও অতি দরিদ্র প্রার্থীগণের ক্ষেত্রে সকল বিভাগে সর্বনিম্ন জিপিএ ৪.০০ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন।
নির্ধারিত জিপিএ-এর কম জিপিএ প্রাপ্তগণ আবেদন করলে তা সরাসরি বাতিল বলে গন্য হবে।
সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত ছাত্র/ছাত্রী ব্যতিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
আবেদনকারীকে বৃত্তির জন্য জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনকারী কর্তৃক বৃত্তির আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সুপারিশ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে জেলা পরিষদ কার্যালয়, ঢাকায় অথবা নিজ নিজ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন/ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর বাসিন্দাদের জেলা শিক্ষা অফিসার, শিক্ষা কমপ্লেক্স ভবন, মিরপুর-১ (সরকারি বাংলা কলেজ সংলগ্ন) ঢাকার কার্যালয়ে আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৩ বিকাল ৫ টার পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।
এসএসসি/সমমান পরীক্ষার নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ স্বরূপ সংশ্লিষ্ট সিটি র্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জন্ম সনদ পত্র দাখিল করতে হবে।
পরিবারের বাৎসরিক আয়ের পরিমান উল্লেখ করে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়ন দাখিল করতে হবে।
মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীগণকে প্রমাণক স্বরূপ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত আবেদনকারীর পিতা/মাতা/দাদা-দাদী/নানা-নানীর মুক্তিযোদ্ধা বিষয়ক সনদ পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং আবেদনকারী যে পোষ্যতা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নকৃত থাকতে হবে।
প্রতিবন্ধী প্রার্থীগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা/উপজেলা সমাজসেবা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/সরাসরি (অফিস চলাকালীন) বৃত্তির আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত কার্যালয়ে দাখিল করা যাবে।
প্রয়োজনে বিস্তারিত তথ্যাদি জেলা পরিষদ, ঢাকা কার্যালয় এবং এর ওয়েবসাইট- zpdhaka.gov.bd থেকে জানা যাবে।
কর্তৃপক্ষ যেকোনো শর্ত সংযোজন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই বাছাইয়ের পরে যোগ্য প্রার্থীদের তালিকা জেলা পরিষদের নোটিশ বোর্ড/ওয়েবসাইটে প্রদর্শন করা হবে এবং উক্ত তালিকায় বৃত্তি প্রদানের সময় ও স্থান জানানো হবে।
বিস্তারিত জানতে ওয়েবসাইট: zpdhaka.gov.bd