এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৪১. মানিক শিক্ষিত অথচ বেকার, এটি কী নির্দেশ করেছে?

ক. খাদ্যের অভাব

খ. শিক্ষার অভাব

গ. কর্মসংস্থানের অভাব

ঘ. মূল্যবোধের অভাব

৪২. বাংলাদেশে সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকার যৌক্তিক কারণ কোনটি?

ক. এটি একটি দরিদ্র দেশ

খ. এটি উন্নত দেশ

গ. এর জনসংখ্যা কম

ঘ. এ দেশের জনসংখ্যা বেশি

নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ থেকে ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিল্পী ও তার সদ্যোজাত শিশুটি কঙ্কালসার অবস্থা। শিল্পী পরের বাড়ি কাজ করে যা পায়, তা দিয়েই সংসার চালায়। কিন্তু আজ তার করুণ অবস্থা। স্বামীও বিকলাঙ্গ।

৪৩. উদ্দীপকের শিল্পীর মধ্যে কোন মৌলিক চাহিদা প্রকট?

ক. খাদ্য খ. বস্ত্র

গ. বাসস্থান ঘ. চিকিত্সা

৪৪. শিল্পীর এমন অবস্থার যথার্থ কারণ কী?

ক. পুষ্টিহীনতা খ. বাসস্থানের অভাব

গ. শিক্ষার অভাব ঘ. বাল্যবিবাহ

৪৫. শিল্পীর মতো এমন সমস্যা সমাধানে করণীয় হলো—

i. পুষ্টিকর খাদ্য সরবরাহ করা

ii. চিকিত্সার ব্যবস্থা করা

iii. চিত্তবিনোদনের ব্যবস্থা করা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i, ii ও iii

৪৬. কোনটি বাড়লে মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করা যাবে?

ক. ব্যয় খ. আয়

গ. জনসংখ্যা ঘ. সম্পদ

৪৭. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে?

ক. ১১ নং অনুচ্ছেদে

খ. ১৩ নং অনুচ্ছেদে

গ. ১৫ নং অনুচ্ছেদে

ঘ. ১৭ নং অনুচ্ছেদে

৪৮. সরকার গৃহীত ভিজিএফ, জিআর, ভিজিডি প্রভৃতি কার্যক্রম জনসাধারণের কোন চাহিদাটি পূরণে ভূমিকা রাখছে?

ক. খাদ্য খ. শিক্ষা

গ. বস্ত্র ঘ. বাসস্থান

৪৯. সামাজিক নিরাপত্তা কর্মসূচি কীভাবে গড়ে তোলা হয়?

ক. সুষ্ঠু নীতির ভিত্তিতে

খ. গবেষণার ভিত্তিতে

গ. জনমতের ভিত্তিতে

ঘ. চাহিদার ভিত্তিতে

৫০. দরিদ্রের নিজস্ব কর্মসূচি হিসেবে কোনটিকে চিহ্নিত করা হয়েছে?

ক. সমবায় খ. পশু পালন

গ. মত্স্য চাষ ঘ. চিংড়ি চাষ

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.ক ৪৫.গ ৪৬.খ ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.ক

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা