নবম শ্রেণি - ভূগোল ও পরিবেশ |অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৬১. নদীর জীবনচক্রের কোন ধরনের পর্যায়ে নিম্নগতি দেখা যায়?

ক. প্রথম পর্যায়ে

খ. মাঝামাঝি পর্যায়ে

গ. শেষ পর্যায়ে

ঘ. সব পর্যায়ে

৬২. সিয়াল স্তর যে উপাদানে গঠিত—

i. সিলিকন

ii. অ্যালুমিনিয়াম

iii. মলিবডেনাম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. ভূপৃষ্ঠের বাহ্যিক অবয়ব যেগুলো—

i. পর্বত

ii. মালভূমি

iii. সমভূমি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. গুরুমণ্ডলের শ্রেণিবিভাগ যে দুটি—

i. ঊর্ধ্ব গুরুমণ্ডল

ii. অন্তঃ গুরুমণ্ডল

iii. নিম্ন গুরুমণ্ডল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. গুরুমণ্ডলে যেটি রয়েছে—

i. সিলিকা

ii. লোহা

iii. কার্বন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. পাললিক শিলা যে ধরনের প্রক্রিয়ায় গঠিত হতে পারে—

i. যৌগিক

ii. রাসায়নিক

iii. জৈবিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. ভূমিকম্প যে কারণে সংঘটিত হয়—

i. ভূগর্ভস্থ বাষ্প

ii. তাপ বিকিরণ

iii. শিলাচ্যুতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. যেটি খুব ধীরে ধীরে ভূত্বকের ক্ষয় সাধন করে—

i. সূর্যতাপ

ii. বায়ু

iii. আগ্নেয়গিরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯.‘ভঙ্গিল’ শব্দটির উৎপত্তি যেভাবে—

i. ভঙ্গ থেকে

ii. ভাঁজ থেকে

iii. ফাটল থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. স্তূপ পর্বত হলো—

i. ব্ল্যাক ফরেস্ট

ii. আল্পস

iii. সাতপুরা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.গ ৬২.ক ৬৩.ঘ ৬৪.খ ৬৫.ঘ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ক ৭০.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা