১. প্রশ্ন: সবাইকে শ্রদ্ধা করিতে হইবে
উত্তর: সবাইকে শ্রদ্ধা করতে হবে।
২. প্রশ্ন: তারা ট্রেনে চাপিয়া চট্টগ্রামে বেড়াইতে গেল
উত্তর: তারা ট্রেনে চেপে চট্টগ্রামে বেড়াতে গেল
৩. প্রশ্ন: ঘুরিয়া ঘুরিয়া দেশ দেখিব।
উত্তর: ঘুরে ঘুরে দেশ দেখব।
৪. প্রশ্ন: ভালো কাজ করিবার ইচ্ছা থাকা দরকার।
উত্তর: ভালো কাজ করার ইচ্ছা থাকা দরকার।
৫. প্রশ্ন: টাইগার শুনিলেই রয়েল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবে।
উত্তর: টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।
৬. প্রশ্ন: কুমোরেরা নানা রকমের পাত্র বানাইতেছে।
উত্তর: কুমোরেরা নানা রকমের পাত্র বানাচ্ছে।
৭. প্রশ্ন: মামা বলিলেন, এটা শখের হাঁড়ি।
উত্তর: মামা বললেন, এটা শখের হাঁড়ি।
৮. প্রশ্ন: মেলায় গিয়া অনেক কিছু দেখিলাম।
উত্তর: মেলায় গিয়ে অনেক কিছু দেখলাম।
৯. প্রশ্ন: শহরের কাকগুলো ঝাঁক বাঁধিয়া ডাকে
উত্তর: শহরের কাকগুলো ঝাঁক বেঁধে ডাকে।
১০. প্রশ্ন: পাখিদের কিচিরমিচির শুনিতে শুনিতে আমাদের ঘুম ভাঙে।
উত্তর: পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা