পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
১. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
ক. চিনি খ. পানি
গ. পারদ ঘ. অক্সিজেন গ্যাস
২. নিশাদলের সংকেত কোনটি?
ক. NH₄CI খ. NHC₂
গ. H₂SO₄ ঘ. H₂S₂
৩. ন্যাপথলিনের সংকেত কোনটি?
ক. C₁₀H₈ খ. NHC₂
গ. H₂SO₄ ঘ. H₂S₂
৪. প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনটির ঘনত্ব বেশি?
ক. অক্সিজেন খ. সালফার
গ. কার্বন ঘ. মিথেন
৫. ইউরিয়ার গলনাঙ্ক কত?
ক. ১০০° সেলসিয়াস
খ. ১৩০° সেলসিয়াস
গ. ১৩৩° সেলসিয়াস
ঘ. ১৪০° সেলসিয়াস
৬. কোনটির আন্ত–আণবিক শক্তি সবচেয়ে বেশি?
ক. SO₄ খ. CO₂
গ. H₂S ঘ. NaCl
৭. কোনটির আন্ত–আণবিক শক্তি সবচেয়ে কম?
ক. H₂O খ. NH₂
গ. CO₂ ঘ. H₂
৮. নিচের কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
ক. চিনি খ. পারদ
গ. ক্লোরিন ঘ. পানি
৯. ফুলের সুগন্ধ জড়ায় কোন প্রক্রিয়ায়?
ক. নিঃসরণ খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. শ্বসন
১০. ব্যাপনের হার হ্রাস পাবে—
i. ভর বেশি হলে
ii. ঘনত্ব বেশি হলে
iii. বাষ্প বেশি হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. চাপ ও উষ্ণতা স্থির থাকলে পদার্থের আকার বা আয়তন অপরিবর্তিত থাকে কোন পদার্থের?
ক. দুধ
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. খাবার লবণ
ঘ. পারদ
১২. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি?
ক. চিনি খ. পারদ
গ. পানি ঘ. অক্সিজেন গ্যাস
১৩. কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. লুব্রিকেটিং অয়েল
খ. সয়াবিন তেল
গ. দুধ
ঘ. খাবার লবণ
১৪. পারদ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢাললে নিচের কোনটির পরিবর্তন ঘটবে?
ক. আকৃতি খ. আয়তন
গ. ভর ঘ. ঘনত্ব
১৫. পানি, তরল প্রভৃতি পদার্থের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট—
i. আকৃতি
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. SO₂, CO₂, H₂S প্রভৃতির বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট—
i. স্ফুটনাঙ্ক
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কোন পদার্থটির আন্ত–আণবিক শক্তি সবচেয়ে কম?
ক. চুনাপাথর খ. পেট্রল
গ. নাইট্রোজেন ঘ. দুধ
১৮. অণুসমূহ নির্দিষ্ট অবস্থানে বিরাজ করে কখন?
ক. আন্ত–আণবিক শক্তি > অণুসমূহের গতিশক্তি
খ. আন্ত–আণবিক শক্তি < অণুসমূহের গতিশক্তি
গ. আন্ত–আণবিক শক্তি = অণুসমূহের গতিশক্তি
ঘ. আন্ত–আণবিক শক্তি £ অণুসমূহের গতিশক্তি
১৯. ৮০১°C গলনাঙ্কবিশিষ্ট পদার্থের ক্ষেত্রে—
i. চাপ ও তাপমাত্রা স্থির থাকলে এর আকার বা আয়তন অপরিবর্তিত থাকে
ii. স্থির চাপে তাপমাত্রা বাড়ালে পদার্থটি একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলে পরিণত হয়
iii. চাপে সংকোচন ও প্রসারণশীলতা খুব বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. তাপমাত্রা ও চাপের পরিবর্তন ঘটিয়ে পদার্থের এক অবস্থা থেকে অপর অবস্থার রূপান্তর সম্ভব—
i. কঠিন→তাপবৃদ্ধি→তরল
ii. তরল→তাপবৃদ্ধি→গ্যাস
iii. তরল→তাপহ্রাস→কঠিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. বস্তুর ভর বাড়লে ব্যাপনের হার কী
রকম হয়?
ক. বেড়ে যায়
খ. কমে যায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. অনির্দিষ্ট
২২. কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া?
ক. ব্রাউনীয় গতি খ.পাতন
গ. ব্যাপন ঘ. পরিস্রাবণ
২৩. কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
ক. He খ. H₂
গ. O₂ ঘ. CO₂
২৪. কোনটির প্রভাবে মোমের তিনটি অবস্থা বিদ্যমান থাকে?
ক. তাপ খ. চাপ
গ. ঘনমাত্রা ঘ. প্রভাবক
২৫. কোনটি উদ্বায়ী পদার্থ?
ক. C₁₀H₈ খ. Br₂
গ. C₂₀H ঘ. SiO₂
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.ঘ ২.ক ৩.ক ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.ক ১১.গ ১২.ঘ ১৩.ঘ ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ঘ ২১.খ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.ক
চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা