১. প্রশ্ন: কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে?
উত্তর: ‘শব্দদূষণ’ কবিতায় কবি সুকুমার বড়ুয়া অনেক রকম পশু ও পাখির কথা বলেছেন। কবিতায় যেসব পশু ও পাখির কথা বলা হয়েছে তা হলো:
পশু: গরু ও কুকুর।
পাখি: হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়ুই, ঘুঘু, টুনটুনি আর কাক।
২. প্রশ্ন: শহরে কী কারণে শব্দদূষণ হয়?
উত্তর: শহর একটি ব্যস্ততম ও জনবহুল স্থান। এখানে সময়-অসময়ে পাতিকাক ডেকে ওঠে, যখন-তখন গাড়ির হর্ন বাজতে থাকে। সিডি চলে, টিভি চলে, টেলিভিশন ও দরজার বেল ইত্যাদি যখন-তখন বেজে ওঠে। পাশাপাশি ফেরিঅলার হাঁক-ডাক আর স্কুলে ছোটদের হইচইসহ হাজার রকম শব্দের কারণে শহরে শব্দদূষণ হয়।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা