পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
৫৮. কম্পিউটারে প্রদত্ত কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
ক. Tab খ. Caps lock
গ. Ctrl ঘ. Esc
৫৯. কোনটি অন্যগুলো থেকে পৃথক?
ক. বসুন্ধরা খ. অপটিমা
গ. সুতন্বী এমজে ঘ. লেখনী
৬০. নিচের কোনটি বাংলা ভাষার ফন্ট?
ক. অপটিমা খ. সুতন্বী
গ. বিজয় ঘ. অভ্র
৬১. Font গ্রুপ কোন মেনুতে থাকে?
ক. Insert খ. Office
গ. Home ঘ. Edit
৬২. ওয়ার্ডে কোন ধরনের ফন্ট ব্যবহার করা যায়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. আরবি ঘ. সব কটি
৬৩. কম্পিউটারে বাংলা লেখার জন্য কোন বোতামটি লিংক হিসেবে কাজ করে?
ক. A খ. B
গ. G ঘ. P
৬৪. কম্পিউটারে প্রিন্টিংয়ের ক্ষেত্রে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজিং খ. টাইপিং
গ. পাবলিশিং ঘ. প্রিন্টিং
৬৫. বানান সংশোধনের কাজকে কী বলা হয়?
ক. ডিবাগিং খ. এডিটিং
গ. প্রুফ দেখা ঘ. এনকোডিং
৬৬. ফন্টের রং নির্ধারণে কোন অপশনে যেতে হবে?
ক. Font গ্রুপ খ. Font রং
গ. Font সাইজ ঘ. Font আইকন
৬৭. ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?
ক. Home খ. Reference
গ. Insert ঘ. Font
৬৮. ফন্টের রং হিসেবে কোনটি নির্বাচন করতে হয়?
ক. কালো খ. সাদা
গ. লাল ঘ. ইচ্ছার ওপর নির্ভর করে
৬৯. লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়?
ক. সূত্র খ. কপি পেস্ট
গ. বুলেট ঘ. প্রিন্ট
৭০. বুলেট কী ধরনের হতে পারে?
ক. ডিজাইন চিহ্ন খ. রোমান অক্ষর
গ. নিউমেরিক নম্বর ঘ. সব কটি
৭১. বুলেট অপশনটি কোন গ্রুপে থাকে?
ক. Font খ. Illustrations
গ. Paragraph ঘ. Clipboard
৭২. বুলেট ও নম্বরের আইকন কমান্ড কোন ট্যাবে পাওয়া যায়?
ক. Insert খ. Home
গ. Paragraph ঘ. Font
৭৩. Paragraph গ্রুপটি কোন ট্যাবের অন্তর্ভুক্ত?
ক. Insert খ. References
গ. Home ঘ. Review
৭৪. টেবিলে কী থাকে?
ক. কলাম খ. সারি
গ. ডেটা ঘ. সব কটি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫৮.ঘ ৫৯.খ ৬০.খ ৬১.গ ৬২.ঘ ৬৩.গ ৬৪.ক ৬৫.গ ৬৬.খ ৬৭.ক ৬৮.ঘ ৬৯.গ ৭০.ঘ ৭১.গ ৭২.খ ৭৩.গ ৭৪.ঘ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]