এইচএসসি ২০২৪ - ভূগোল ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৭১. ভূগোলের জনক কে?

ক. ইরাটোসথেনিস

খ. ফ্রেডরিক র৵াটজেল

গ. ভিদাল দি লা ব্লাশ

ঘ. চার্চিল স্যাম্পল

৭২. ডায়েট কোন দেশের আইনসভার নাম?

ক. রাশিয়া খ. জার্মানি

গ. কোরিয়া ঘ. জাপান

৭৩. উপদ্বীপ নিয়ে গঠিত কোনটি?

ক. জাপান খ. যুক্তরাজ্য

গ. ভারত ঘ. বাংলাদেশ

৭৪. বাফার রাষ্ট্র—

i. লুক্সেমবার্গ

ii. আফগানিস্তান

iii. থাইল্যান্ড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৫. বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর বিশাল একটি অংশ কোথায় বাস করে?

ক. সিলেট খ. সুন্দরবন

গ. পার্বত্য চট্টগ্রাম ঘ. রংপুর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

P এবং Q সমুদ্রবেষ্টিত দুটি রাষ্ট্র। P-এর অবস্থান প্রশান্ত মহাসাগরে এবং Q-এর অবস্থান আটলান্টিক মহাসাগরে।

৭৬. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ দেশ দুটির নাম কী?

ক. বাংলাদেশ ও ভারত

খ. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

গ. জাপান ও কোরিয়া

ঘ. জাপান ও যুক্তরাজ্য

৭৭. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ P দেশটির বৈশিষ্ট্য হচ্ছে—

i. ইউরোপের একমাত্র উন্নত রাষ্ট্র

ii. এশিয়ার একমাত্র উন্নত রাষ্ট্র

iii. দেশটি বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে অত্যন্ত অগ্রসরমান

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৮. কোনটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ?

ক. মাদাগাস্কার

খ. নিউজিল্যান্ড

গ. অস্ট্রেলিয়া

ঘ. পাপুয়া নিউগিনি

৭৯. মানব ভূগোলের ক্ষেত্র কয়টি উপাদানে গঠিত?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৮০. কোনটি মানব ভূগোলের শাখা নয়?

ক. জনবসতি ভূগোল

খ. জনসংখ্যা ভূগোল

গ. রাজনৈতিক ভূগোল

ঘ. প্রাকৃতিক ভূগোল

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭১.ক ৭২.ঘ ৭৩.ক ৭৪.ঘ ৭৫.গ ৭৬.ঘ ৭৭.গ ৭৮.ঘ ৭৯.খ ৮০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা