পঞ্চম শ্রেণি - বাংলা | বীরের রক্তে স্বাধীন এ দেশ - শব্দের অর্থ ও শূন্যস্থান পূরণ করো

পঞ্চম শ্রেণির পড়াশোনা

বীরের রক্তে স্বাধীন এ দেশ

প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো:টহল, আসন্ন, অবধারিত, রক্তস্রোতে, রঞ্জিত, শায়িত।

প্রদত্ত শব্দ অর্থ

টহল পাহারা দেওয়া

আসন্ন নিকটবর্তী

অবধারিত অনিবার্য, যা হবেই, নির্ধারিত

রক্তস্রোতে রক্তের প্রবাহে

রঞ্জিত রং করা হয়েছে এমন

শায়িত শুয়ে আছে এমন।

নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

নূর মোহাম্মদ শেখ, নান্নু মিয়া, শিপইয়ার্ডের, ১৯৪৩ ৮ই মে, রুহুল আমিন

ক. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ____।

খ. নিজের জীবনকে তুচ্ছ করে ____ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন।

গ. সিপাহি মুন্সী আব্দুর রউফ ____ সালের ____ মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঘ. খুলনা ____ কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ____।

উত্তর:

ক. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া

খ. নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন।

গ. সিপাহি মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঘ. খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা