[পূর্ববর্তী লেখার পর]
৩৩. কোন নীতির ওপর ভিত্তি করে মিটার ব্রিজ তৈরি করা হয়?
ক. ভরবেগের সংরক্ষণশীলতা নীতি
খ. শক্তির সংরক্ষণশীলতা নীতি
গ. হুইটস্টোন ব্রিজ নীতি
ঘ. তড়িৎ চার্জের সংরক্ষণশীলতা নীতি
৩৪. একটি তারকে টেনে লম্বা করলে—
i. আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়
ii. রোধ বৃদ্ধি পায়
iii. রোধ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. একটি পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে উহার রোধ কী হবে?
ক. অর্ধেক খ. দ্বিগুণ
গ. চার গুণ ঘ. পরিবর্তন হবে না
৩৬. একটি তারকে সমান দুই ভাগ করলে কী হবে?
ক. আপেক্ষিক রোধ কমে যায়
খ. আপেক্ষিক রোধ বেড়ে যায়
গ. বৈদ্যুতিক পরিবাহকত্ব কমে যায়
ঘ. আপেক্ষিক রোধ একই থাকে
৩৭. অ্যালুমিনিয়ামের উষ্ণতা সহগ কোনটি?
ক. 1.65 x 10-3 (oC)-1
খ. 3.25 x 10-3 (oC)-1
গ. 3.9 x 10-3 (oC)-1
ঘ. 4.5 x 10-3 (oC)-1
৩৮. নিচের কোন পদার্থটির রোধের উষ্ণতা সহগের মান ঋণাত্মক?
ক. তামা খ. পিতল
গ. অ্যালুমিনিয়াম ঘ. সিলিকন
৩৯. বৃত্তাকার প্রন্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে, রোধ কত হবে?
ক. এক–চতুর্থাংশ খ. অর্ধেক
গ. দ্বিগুণ ঘ. চার গুণ
৪০. শান্ট সরাসরি ব্যবহার করা হয়—
i. অ্যামিটারে
ii. ভোল্টমিটারে
iii. গ্যালভানোমিটারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. গ্যালভানোমিটারের ক্ষেত্র—
i. অ্যামিটার হিসেবে ব্যবহার করা যায়
ii. ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়
iii. তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩৩.গ ৩৪.খ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.গ ৪১.ঘ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]