১. হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি
ক. ৩টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৮টি
২. ‘আমরা যা তাই হলো সংস্কৃতি’—উক্তিটি কার?
ক. ম্যাকাইভার খ. এমিল ডুর্খেইম
গ. কার্ল মার্ক্স ঘ. হবস
৩. ‘সমাজ অর্থ সহযোগিতা’—উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের খ. মার্শালের
গ. কার্ল মার্ক্সের ঘ. হবসের
৪. গণতান্ত্রিক সমাজের মূলমন্ত্র কী?
ক. সাম্য খ. সাম্য ও স্বাধীনতা
গ. আইন ঘ. অধিকার ওসাম্য
৫. সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৬. সংস্কৃতি আয়ত্ত করা হয় কিসের মাধ্যমে?
ক. পরিবারের খ. প্রেষণার
গ. সংঘের ঘ. সমাজের
৭. বস্তুগত সংস্কৃতির চরম বিকাশকে কী বলা হয়?
ক. সভ্যতা খ. সাজ
গ. সংঘ ঘ. সম্প্রদায়
৮. সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয়?
ক. সম্প্রদায় খ. সমাজ
গ. সংস্কৃতি ঘ. সভ্যতা
৯. সংঘের মূল চালিকা শক্তি কী?
ক. আদর্শ খ. গঠনতন্ত্র
গ. রীতিনীতি ঘ. মূল্যবোধ
১০. প্রথার সাথে কোনটি জড়িত থাকে?
ক. মূল্যবোধ খ. নৈতিকতা
গ. বাস্তবতা ঘ. গ্রহণযোগ্যতা
১১. ‘সমাজ কাঠামো গঠিত হয় সংস্কৃতির ধরন দ্বারা’— উক্তিটি কার?
ক. ট্যালকট পারসনের
খ. মার্শালের
গ. কার্ল মার্ক্সের
ঘ. হবসের
১২. বাঙালি সমাজে বিয়ের পর অলংকার পরাটা কী?
ক. প্রথা খ. রীতি
গ. মূল্যবোধ ঘ. আইন
১৩. সাংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
১৪. ‘Mores’ শব্দটির অর্থ কী?
ক. প্রথা খ. লোকাচার
গ. আদর্শ যার নৈতিক তাৎপর্য রয়েছে
ঘ. আদর্শ
১৫. ‘সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি’— উক্তিটি কার?
ক. অগাস্ট কোঁৎ–এর
খ. এমিল ডুর্খেইমের
গ. গিডিংসের
ঘ. ম্যাকাইভারের
১৬. সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?
ক. সংস্কৃতি খ. ধর্ম
গ. রাষ্ট্র ঘ. সমাজ কাঠামো
১৭. সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য—
i. এটি মূলত সামাজিক
ii. সর্বত্রলক্ষণীয়
iii. সমাজ ভেদে ভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. জম্মগতভাবে ব্যক্তি কিসের সদস্য?
ক. সংঘের খ. বিদ্যালয়ের
গ. সম্প্রদায়ের ঘ. প্রতিষ্ঠানের
১৯. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. অর্থনৈতিক খ. ধর্মীয়
গ. রাজনৈতিক ঘ. সাংস্কৃতিক
২০. সমাজ কাঠামো প্রত্যয়টি সমাজবিজ্ঞানে ব্যবহার করেন কে?
ক. স্পেন্সার খ. কার্ল মার্ক্স
গ. চার্লস ডারউইন ঘ. টমাস মুর
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১. ক ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ক
মোহাম্মদ জসিমউদ্দীন, প্রভাষক, মোহাম্মদপুর মডেল কলেজ, ঢাকা