৪১. পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কী?
ক. রক্ষীকোষের টারগার প্রেসার
খ. মূলজ চাপ
গ. ধনাত্মক চাপ
ঘ. ইমবাইবেশনাল চাপ
৪২. রক্ষীকোষের কাজ কোনটি?
ক. খাদ্য জমা রাখা খ. খাদ্য প্রস্তুত করা
গ. লবণ সঞ্চালন ঘ. খাদ্য পরিবহন
৪৩. পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট বেশি থাকে?
ক. প্যালিসেড প্যারেনকাইমা
খ. স্পঞ্জি প্যারেনকাইমা
গ. জাইলেম টিস্যু
ঘ. নিম্নত্বক
৪৪. সব পরিবেশীয় প্রভাবকের মধ্যে প্রস্বেদনের হার নির্ণয়ের জন্য কোনটি সবচেয়ে প্রভাবসম্পন্ন?
ক. পানি খ. আলো
গ. তাপমাত্রা
ঘ. বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা
৪৫. কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও দিনের বেলায় বন্ধ থাকে?
ক. মরুজ উদ্ভিদ খ. জলজ উদ্ভিদ
গ. স্থলজ উদ্ভিদ ঘ. ম্যানগ্রোভ উদ্ভিদ
৪৬. রক্ষীকোষে কোন আয়নের সক্রিয় শোষণের দ্বারা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়?
ক. K+ খ. Ca++
গ. Mg++ ঘ. Na+
৪৭. মোট প্রস্বেদনের শতকরা কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে?
ক. ৭০-৭৫% খ. ৭৫-৯৫%
গ. ৮০-৯০% ঘ. ৯০-৯৫%
৪৮. প্রস্বেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক কোনটি?
ক. তাপমাত্রা খ. আলো
গ. CO2 এর ঘনত্ব ঘ. বায়ুচাপ
৪৯. কোন ধরনের পাতায় প্রস্বেদনের হার বেশি?
ক. প্রসারিত পাতা খ. কণ্টকিত পাতা
গ. সরু পাতা
ঘ. পুরু কিউটিকলযুক্ত পাতা
৫০. প্রস্বেদনের কারণে পাতার কোন কোষে পানির টান পড়ে?
ক. জাইলেম খ. ভেসেল
গ. সঙ্গীকোষ ঘ. সিভনল
সঠিক উত্তর
অধ্যায় ৯: ৪১. ক ৪২. খ ৪৩. ক ৪৪. খ ৪৫. ক ৪৬. ক ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা