পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. আমার পরিচয় কবিতায় উল্লিখিত নদীর সংখ্যা কত?
ক. ১২০০ খ. ১৩০০
গ. ১৪০০ ঘ. ১৫০০
৪২. ‘আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে’— এখানে ‘চর্যাপদের অক্ষরগুলো’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. অতীত ঐতিহ্য
খ. সাংস্কৃতিক রূপ
গ. ঐতিহাসিক পটভূমি
ঘ. সাংস্কৃতিক পরিচয়
৪৩. কবি কীরূপ মাটির দেউল থেকে এসেছেন?
ক. কমলার দিঘি খ. আউল-বাউল
গ. মন্দিরবেদি ঘ. সোনা মসজিদ
৪৪. জয়বাংলা ধ্বনিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. চরণচিহ্ন খ. কৈবর্ত বিদ্রোহ
গ. বজ্রকণ্ঠ ঘ. তীব্র কণ্ঠ
৪৫. কবি বাংলার আলপথ দিয়ে কত বছর চলেন?
ক. হাজার বছর
খ. মুক্তিযুদ্ধের সময়
গ. আজীবন
ঘ. পাল শাসনামল পর্যন্ত
৪৬. ‘কোথা থেকে তুমি এলে?’— কে শুধায়?
ক. মাটি খ. বাতাস
গ. নদী ঘ. পাখি
৪৭. কবি কার ডিঙার বহর থেকে এসেছেন?
ক. বাউলের খ. সওদাগরের
গ. কৈবর্তের ঘ. সূর্য সেনের
৪৮. ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?
ক. বর্তমান যুগের খ. বৌদ্ধ যুগের
গ. পাল যুগের ঘ. কৈবর্ত যুগের
৪৯. পাহাড়পুরের কোন বিহার বিখ্যাত?
ক. নৌ–বিহার খ. হিন্দু বিহার
গ. প্রাচীন বিহার ঘ. বৌদ্ধবিহার
৫০. ‘আমার পরিচয়’ কবিতায় আউল-বাউলদের দেউল কী দিয়ে তৈরি?
ক. চিত্রকলা খ. ছন
গ. মাটি ঘ. পাটকাঠি
সঠিক উত্তর
আমার পরিচয়: ৪১.খ ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ ৪৫.ক ৪৬.গ ৪৭.খ ৪৮.গ ৪৯.ঘ ৫০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)